কেজ ওয়ারিয়র্স ফ্লাই ওয়েট- এর প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্ব চ্যাম্পিয়ন শাজ ‘সুপারম্যান’ হক
ইংল্যান্ডে বসবাসকারী শাজ হক 'ফ্লাই ওয়েট ক্যাটাগরিতে' প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। গত ৩১শে ডিসেম্বর লন্ডনে "কেজ ওয়ারিয়র্স ওয়ার্ল্ড টাইটেল" নামে শিরোপা লড়াই অনুষ্ঠিত হয়েছিল।
চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন স্যাম ক্রিসি।
শাজ হককে সুপারম্যান নামেও ডাকা হয় এমএমএ লড়াইয়ের জগতে, তিনি দক্ষিণ ইংল্যান্ডের সাউথ ফিল্ডের এসিএ-এমএমএ ফিটনেস সেন্টারের প্রধান প্রশিক্ষক।
ছয় বছর আগেও ক্রিসির বিরুদ্ধে লড়েছিলেন শাজ, সেবারও তিনিই জয়ী হন।
ফেসবুকে নিজের প্রোফাইলে চ্যাম্পিয়নশিপ লড়াইয়ের একটি ভিডিও দিয়েছেন শাজ হক। সেখানে তাকে জয়ের পর কাঁদতে দেখা যায়।
এই জয়ের ফলে এখন তিনি ইউএফসি প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশগ্রহণ করতে পারবেন।