ষষ্ঠবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মেয়েরা
দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানের ব্যবধানে হারিয়ে ষষ্ঠবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। এই শিরোপা জেতার মাধ্যমে অস্ট্রেলিয়ার ছেলেদের দলের সমান বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলো মেয়েরাও। ছেলেরা পাঁচবার ওয়ানডে বিশ্বকাপ এবং একবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মেগ ল্যানিং। বেথ মুনির দুর্দান্ত ইনিংসে শক্ত পুঁজি পায় অস্ট্রেলিয়া।
ওপেনিং-এ নামা মুনি ৫৩ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। নয়টি চার এবং একটি ছয় ছিলো তার ইনিংসে। এছাড়া গার্ডনার করেন ২১ বলে ২৯ রান। ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে অজিরা। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নেন ইসমাইল এবং ক্যাপ।
১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অজি বোলারদের তেমন শাসন করতে পারেননি দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটসম্যান। ওপেনিং- এ নামা লরা উলভার্টই একটু চেষ্টা করেছেন। তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। ৪৮ বলে ৬১ রান করেন লরা। ১৩৭ রানে থামে প্রোটিয়াদের ইনিংস।
১৯ রানে জিতে ষষ্ঠবারের মতো ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটের শিরোপা ঘরে তোলেন অজি মেয়েরা।