কোহলি-রোহিতদের সমান বেতন পাবেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা!
বড় ধরণের আর্থিক পরিবর্তন আসতে যাচ্ছে অস্ট্রেলিয়ার নারীদের ক্রিকেটে। নতুন পাঁচ বছরের চুক্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের বেতন-ভাতা ৬৬ শতাংশ বৃদ্ধি পেতে যাচ্ছে।
এমনটিই নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। শুধু জাতীয় দলের ক্ষেত্রেই নয়, বিগ ব্যাশ এবং রাজ্য ক্রিকেটের বেতন-ভাতায়ও পরিবর্তন আসছে।
সামনের পাঁচ বছরে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড়েরা ১৩৩ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ প্রায় ৮০০ কোটি টাকা পাবেন। যা সর্বশেষ চুক্তিতে ছিলো ৮০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ প্রায় ৫৭৫ কোটি টাকা।
সবচেয়ে বেশি বেতন যিনি পাবেন তিনি বছরে ১ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ প্রায় ৭ কোটি ২০ লাখ টাকা পাবেন। ধারণা করা হচ্ছে সেই খেলোয়াড়টি হবেন বর্তমান অধিনায়ক ম্যাগ ল্যানিং।
উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি অনুযায়ী বছরে ৭ কোটি রূপি পেয়ে থাকেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। অস্ট্রেলিয়া তাদের নারী ক্রিকেটারদের প্রায় সম পরিমাণ অর্থ দেবে।
বেতন-ভাতা বাড়ার পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে অস্ট্রেলিয়ার নারীদের ক্রিকেটে। এর মাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়া নতুন এক দিগন্তই উন্মোচন করে দিতে যাচ্ছে।