এবার বুন্দেসলিগায় হার বায়ার্নের, টানা এগারো শিরোপার স্বপ্নে আঘাত
জুলিয়ান নাগলসমান কী এখন মুচকি মুচকি হাসছেন? হাসতেই পারেন, ৩৬ বছর বয়সী এই কোচকে বরখাস্ত করে টমাস টুখেলকে নিয়োগ দেয় বায়ার্ন। এরপর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরে বিদায় নেয় বাভারিয়ানরা। এবার বুন্দেসলিগার শিরোপা হারানোর শঙ্কাও জেগেছে।
বুন্দেসলিগায় টানা দশ মৌসুম শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। এবার জিতলে সেটি হবে টানা এগারোতম। তবে তা কিছুটা হুমকির মুখে পড়েছে মাইনজের কাছে বায়ার্নের হারে।
মাইনজের মাঠে সাদিও মানের গোলে এগিয়ে গিয়েও ৮ মিনিটের ব্যবধানে তিন গোল হজম করে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে বায়ার্ন। বাভারিয়ানদের হারে ডর্টমুন্ডের সামনে শীর্ষে ওঠার দরজা খুলে যায়। তা দুহাতে লুফে নিয়েছে তারা। ফ্রাঙ্কফুর্টকে ৪-০ গোলে হারিয়ে বুন্দেসলিগার শীর্ষে এখন ডর্টমুন্ডই।
লিগের বাকি আছে আর পাঁচ ম্যাচ। পা ফসকানোর কোনো সুযোগ নেই বায়ার্নের। নিজেদেরকে তো সব ম্যাচ জেতা লাগবেই, সাথে প্রার্থনা করতে হবে ডর্টমুন্ড যেন অন্তত একটি ম্যাচে পয়েন্ট হারায়। নয়তো সব ম্যাচ জিতেও লাভ হবে না টমাস টুখেলের দলের।
বায়ার্ন এর আগে বুন্দেসলিগার শিরোপা জিততে পারেননি সর্বশেষ ২০১১-১২ মৌসুমে। এই বরুশিয়া ডর্টমুন্ডের কাছেই শিরোপার লড়াইয়ে হেরেছিল তারা। তখন ডর্টমুন্ডের কোচ ছিলেন বর্তমান লিভারপুল কোচ জুর্গেন ক্লপ।
দশ বছর পর আবারো সেই ডর্টমুন্ডের কাছে বুন্দেসলিগার শিরোপা খোয়ানোর শঙ্কাই জেগেছে বায়ার্ন শিবিরে।