নতুন অভিজ্ঞতার রোমাঞ্চ নিয়ে শ্রীলঙ্কা গেলেন শরিফুল
শরিফুল ইসলাম জানতেন, একদিন না একদিন তিনি বিদেশি লিগে খেলবেন। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে যাওয়ার আগে তা জানালেন জাতীয় দলের তরুণ এই পেসার। বিদেশি লিগে ডাক মিলেছে, উচ্ছ্বাস থাকলেও এটাকে অবিশ্বাস্য মনে হচ্ছে না শরিফুলের কাছে। তবে প্রথমবারের মতো ডাক পাওয়ায় ঠিকই রোমাঞ্চ কাজ করছে জাতীয় দলের বাঁহাতি এই পেসারের মধ্যে।
এলপিএলের চতুর্থ আসরে খেলতে শনিবার শ্রীলঙ্কা গেছেন শরিফুল। কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন ২২ বছর বয়সী এই পেসার। অবশ্য দুটি দল থেকে ডাক মেলে তার। তাসকিন আহমেদ না করে দেওয়ায় শরিফুলকে দলের ভেড়ানোর আগ্রহ দেখায় ডাম্বুলা অরাও। কিন্তু কলম্বোর সঙ্গে শেষ পর্যন্ত চুক্তি হয়েছে তার।
দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শরিফুল। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, 'সবার জন্যই প্রথমবার যেকোনো লিগ রোমাঞ্চকর হয়। আমিও ওরকম আর কী, একটু হলেও রোমাঞ্চিত আছি। প্রথমে ওরাই (কলম্বো স্ট্রাইকার্স) আমাকে বার্তা পাঠিয়েছিল। ওখান থেকেই (ডাক পাওয়ার খবর) জেনেছি।'
এলপিএল শেষে বাংলাদেশের এশিয়া কাপ মিশনে যোগ দেবেন শরিফুল। এবারের এশিয়া কাপ পাকিস্তান ও শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে, শ্রীলঙ্কাতে হবে বেশি ম্যাচ। তাই এলপিএলে খেলার অভিজ্ঞতা এশিয়া কাপে কাজে দেবে বলে বিশ্বাস শরিফুলের, 'অবশ্যই সাহায্য করবে, কারণ উইকেট ও কন্ডিশনের সাথে মানিয়ে নিলে হয়তো (এশিয়া কাপের জন্য) ভালো একটা ধারণা পাওয়া যাবে।'
প্রথমবারের মতো বিদেশি লিগে খেলার সুযোগ, রোমাঞ্চ কাজ করলেও বাড়তি চাপ নিতে চান না শরিফুল। অভিজ্ঞতা সঞ্চয়ই একমাত্র লক্ষ্য তার, 'যখনই সুযোগ পাব, চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। ফ্র্যাঞ্চাইজি লিগে বেশিরভাগ ক্রিকেটারই যায় একটা অভিজ্ঞতা নিতে। আমি চেষ্টা করব ওই অভিজ্ঞতা নিজের ভেতরে আনার জন্য।'
জিম্বা-আফ্রো টি-টেনে দারুণ পারফরম্যান্স করেছেন তাসকিন আহমেদ। বুলাওয়ে ব্রেভসের হয়ে সাত ম্যাচে ৭.৮৫ রান খরচায় তার শিকার ১১ উইকেট। তার দল বাদ হয়ে যাওয়ার পরও সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিন নম্বরে আছেন তাসকিন। অগ্রজের পারফরম্যান্সই শরিফুলের অনুপ্রেরণা, 'নিজের দেশের ক্রিকেটার বাইরের লিগে গিয়ে ভালো খেললে সবার কাছেই ভালো লাগে। আমার কাছে যেমন, আপনাদের কাছেও ভালো লাগারই কথা।'
ওয়ার্কলোড বিবেচনায় তাসকিনকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি, বাকিদের মিলেছে ছাড়পত্র। শরিফুল ছাড়াও এবারের এলপিএল খেলবেন সাকিব আল হাসান, তাওহিদ হৃদয় ও মোহাম্মদ মিথুন। সাকিবের দল গল টাইটান্সের হয়ে খেলতে ইতোমধ্যে শ্রীলঙ্কা গেছেন মিথুন। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি থেকে এলপিএলে খেলতে আসবেন সাকিব। হৃদয় খেলবেন বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে।