পাঁচ হাজারি ক্লাবে মাহমুদউল্লাহ
বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে অনেক আগে থেকেই অনিশ্চয়তায় মাহমুদউল্লাহ রিয়াদ, আসর শুরুর ঠিক আগে তাকে দিতে হয়েছে পরীক্ষাও। সেই পরীক্ষায় দায়িত্বশীলতার পরিচয় দেওয়া অভিজ্ঞ এই ক্রিকেটার আজ দারুণ এক মাইলফলক ছুঁলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন তিনি।
বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে পাঁচ হাজারি ক্লাবে নাম লেখালেন মাহমুদউল্লাহ। এই ম্যাচ খেলতে নামার আগে তার রান ছিল ৪ হাজার ৯৯৯। ২৭ বলে ২১ রান করে আউট হওয়া ডানহাতি এই ব্যাটসম্যানের রান এখন ৫ হাজার ২০।
সিরিজ বাঁচানোর ম্যাচে আজ ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে নিউজল্যান্ডের অধিনায়ক লকি ফার্গুসনের প্রথম চার বল ডট দেওয়ার পর পঞ্চম বলে এক রান নিয়ে মাইলফলকে পৌঁছান মাহমুদউল্লাহ। ২২১তম ওয়ানডেতে পাঁচ হাজার রানে পৌঁছালেন তিনি।
পাঁচ হাজারি ক্লাবে সবার আগে নাম লেখান তামিম ইকবাল। ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮ হাজার ৩৫৭ রানের মালিক অভিজ্ঞ এই ওপেনার ২০১৬ সালে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার ওয়ানডে রান পূর্ণ করেন।
ওই বছরই পাঁচ হাজারি ক্লাবে নাম তোলেন সাকিব আল হাসান। পরের বছর মুশফিকুর রহিম এই তালিকায় নিজের নাম তোলেন। পাঁচ বছর পর এই তালিকায় নতুন কোনো নাম যুক্ত হলো। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় যথাক্রমে তামিম, মুশফিক, সাকিব ও মাহমুদউল্লাহ আছেন।