দুর্দান্ত বোলিংয়ে কিউইদের অল্প রানে আটকাল বাংলাদেশ
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে অল্প রানে আটকে দিয়েছে বাংলাদেশ। ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতে পেরেছে কিউইরা।
ইনিংসের প্রথম দুই ওভারেই মেহেদি হাসান ও শরিফুল ইসলামের তোপে পড়ে নিউজিল্যান্ড। পরপর দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন শরিফুল।
প্রথম ওভারের চতুর্থ বলে টিম সেইফার্টকে বোল্ড করেন মেহেদি। দ্বিতীয় ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে ফিন অ্যালেন ও গ্লেন ফিলিপসকে সাজঘরে ফেরান শরিফুল। কিউইদের ইনিংসে তেমন বড় কোনো জুটি গড়ে ওঠেনি।
ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করেছেন জেমস নিশাম। তার ২৯ বলের ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছয়ের মার। বাংলাদেশের হয়ে ২৬ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন শরিফুল, দুটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজ ও মেহেদি।