অল্পতেই গুটিয়ে গেল বাংলাদেশ, সিরিজ জয়ের আশা নিভু নিভু
সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে খেলতে নেমে অল্পতেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। সিরিজে সমতা ফেরাতে কিউইদের সামনে মাত্র ১১১ রানের লক্ষ্য দিয়েছে নাজমুল হাসান শান্তর দল।
টস হেরে ব্যাট করতে নেমে কিউই বোলারদের কাছে নাকাল হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। সবাই ছিলেন আসা-যাওয়ার মিছিলে।
চারজন ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁলেও ইনিংস বড় করতে পারেননি কেউই। সর্বোচ্চ ১৭ রান করেছেন অধিনায়ক শান্ত, তাওহিদ হৃদয় ১৬ ও আফিফ করেছেন ১৪ রান।
নিউজিল্যান্ডের পেস-স্পিন দুটোতেই কাবু হয়ে মাত্র ১১০ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। লাল-সবুজের দলের ব্যাটিংয়ে ধ্বস নামানোর মূল কাজটা করেছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার, মাত্র ১৬ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। দুটি করে উইকেট নিয়েছেন সাউদি, মিলনে ও সিয়ার্স৷