বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি
নিউজিল্যান্ডের ইনিংসের ১১তম ওভার শেষে নামা বৃষ্টি আর থামলই না। পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। খেলা থামার আগে প্রথমে ব্যাট করা কিউইদের সংগ্রহ ছিল ১১ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ৭২ রান।
এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের সিরিজ হারের সম্ভাবনা নেই। শেষ ম্যাচ স্বাগতিক নিউজিল্যান্ড জিতলে সমতা ফিরবে সিরিজে। আগামী রবিবার হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
টসে জিতে প্রথম ম্যাচের মতোই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিন অ্যালেনকে তুলে নেন শরিফুল ইসলাম। এরপর পাল্টা আক্রমণ চালান আরেক ওপেনার টিম সেইফার্ট। ২৩ বলে ছয়টি চার ও একটি ছয়ে ৪৩ রান করে তানজিম হাসান সাকিবের শিকারে পরিণত হন এই ডানহাতি ব্যাটসম্যান।
বৃষ্টি নামার সময় ২৪ বলে ১৮ রান করে ডেরিল মিচেল ও ১৪ বলে নয় রান করে ক্রিজে ছিলেন গ্লেন ফিলিপস। উইকেট না পেলেও তিন ওভারে মাত্র ১০ রান দিয়েছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন।