মেজাজ হারিয়ে শাস্তি পেলেন হৃদয়
আইসিসির আচরণবিধি ভাঙার জেরে শাস্তি পেলেন বাংলাদেশি ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা হয়েছে হৃদয়ের।
হৃদয় আইসিসির কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.২০ লঙ্ঘন করেছেন। এর সঙ্গে তার ডিসিপ্লিনারি রেকর্ডে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।
শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে মেজাজ হারান হৃদয়। নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই হ্যাটট্রিক করা থুসারার কাছে পরাস্ত হয়ে বোল্ড হন হৃদয়। তাকে আউট করার পর উদ্যাপনে মেতে উঠে শ্রীলঙ্কা। শূন্য হাতে সাজঘরে ফেরার সময় সেটি দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি হৃদয়।।
উত্তেজিত হয়ে ঘুরে লঙ্কানদের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলেন ও অখেলোয়াড়সুলভ আচরণ করে বসেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। হৃদয়ের এমন আচরণে অনফিল্ড আম্পায়ার ইবনে সৈকত, তানভির আহমেদের অভিযোগে শাস্তির জন্য সুপারিশ করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। ২৩ বছর বয়সী ব্যাটসম্যান হৃদয় এই শাস্তি মেনে নেওয়ার কারণে কোনো শুনানির প্রয়োজন পড়েনি।