লোকসভা নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে ক্রিকেটার ইউসুফ পাঠান
গত ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে ভারতের জাতীয় নির্বাচন। যেটিকে লোকসভা নির্বাচন বলা হয়ে থাকে। ৫৪৩টি আসনের প্রার্থী বাছাই করা হবে এই নির্বাচনে। ১ জুন পর্যন্ত চলেছে নির্বাচনের কার্যক্রম। এখন চলছে ভোট গণনার কাজ।
এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে প্রার্থী হয়েছেন ইউসুফ পাঠান। ২০১১ সালে ভারতের সর্বশেষ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন ইরফান পাঠানের বড় ভাই ইউসুফ।
ভোট গণনার হিসেবে এখন পর্যন্ত বেশ বড় ব্যবধানে এগিয়ে আছেন ইউসুফ। বহরমপুরের এই আসন থেকে গত তিনবার লোক সভায় নির্বাচিত হয়েছেন আধির রঞ্জন চৌধুরী। অপরদিকে ইউসুফের দল তৃণমূল কখনো এই আসনে জেতেনি।
সেখানে এবারের নির্বাচনে ইউসুফ বিস্ময়কর ভাবে এগিয়ে আছেন, সেটিও ২৯ হাজার ৭৮১ ভোটের ব্যবধানে! অথচ এর আগের নির্বাচনেই আধির এই আসনে জিতেছিলেন ৮০ হাজার ৬৯৬ ভোটের ব্যবধানে।
অর্থাৎ, ইউসুফের মাধ্যমে তৃণমূলের এই আসনে প্রথমবার জয় আসার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। যা অনেকের জন্য চমকপ্রদ ব্যাপারই বটে।