পাকিস্তানের বিদায়ের পর হাফিজের পোস্ট, ‘কোরবানির পশু হাজির’
স্বপ্ন ছিলো শিরোপা ছোঁয়া, বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই। পাকিস্তানের ক্রিকেটে এটা বড় ধাক্কাই। যে ধাক্কার একটা অংশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারও। সব মিলিয়ে চরম সমালোচনার পাত্রে পরিণত হয়েছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিরা। দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ এতোটাই হতাশ যে, পাকিস্তানের বিদায়ের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন, কোরবানির পশু হাজির হয়ে গেছে।
শুরুতেই হোঁচট খেতে হয় পাকিস্তানকে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে হারে তারা। পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে জয়ের পথে থেকেও হেরে যায় তারা।
এরপরও আশা বেঁচে থাকে পাকিস্তানের। কিন্তু যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হলে এক পয়েন্ট পাওয়া যুক্তরাষ্ট্র মোট পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠে যায়। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা ভারত।
পাকিস্তান দলকে নিয়ে চলমান সমালোচনার মাঝে বাবরদের রীতিমতো উপহাসের পাত্রেই পরিণত করলেন হাফিজ। নিজেদের দলের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট দেন সাবেক এই ব্যাটসম্যান। উর্দুতে তিনি লিখেছেন, 'কোরবানি কা জানোয়ার হাজির হো।' অর্থাৎ, কোরবানির পশু হাজির হয়ে গেছে। লেখা শেষে বেশ কয়েকটি ছাগলের ছবি দিয়েছেন হাফিজ। নিচে হ্যাশট্যাগে লিখেছেন 'পাকিস্তানক্রিকেট'।
ভারতের বিপক্ষে হারের পর চরম হতাশা প্রকাশ করেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। বিশ্বকাপের পর পাকিস্তান দলে বড় পরিবর্তনের ইঙ্গিত দেন তিনি। 'মেজর সার্জারি' দরকার বলে মন্তব্য করেন তিনি।
বাদ পড়ার আগে দেশটির সাবেক গতিতারকা শোয়েব আখতার জানান, দেশের জন্য ১০ বছর ধরে দোয়া করে যাচ্ছেন। যদিও আশা পূরণ হয়নি তার। সুপার এইটে উঠতে পারেনি পাকিস্তান। আয়ারল্যান্ডের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ খেলে বিশ্বকাপ মিশন শেষ করবে পাকিস্তান।