চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সার বিদায়, নেমে গেল ইউরোপা লিগে
পরের রাউন্ডে ওঠার পথটা কঠিন ছিল, জয়ের বিকল্প ছিল না বার্সেলোনার সামনে। এমন ম্যাচে প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ হওয়ায় চিন্তারও শেষ ছিল না বার্সার। তবু প্রতিপক্ষের মাঠ থেকে জয় ছিনিয়ে আনার পরিকল্পনা সাজিয়েছিল কাতালানরা। কিন্তু এই ম্যাচে জাভি হার্নান্দেজের শিষ্যদের খুঁজেই পাওয়া গেল না। বড় হারে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেল বার্সেলোনা।
বুধবার রাতে 'ই' গ্রুপের ম্যাচে আলিয়াঞ্জ অ্যারেনায় বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন। বরাবরের মতো এবারও বার্সার বিপক্ষে জয়ের রেকর্ড ধরে রেখে নকআউট পর্বে উঠল জার্মান চ্যাম্পিয়নরা। টমাস মুলারের গোলে এগিয়ে যায় বায়ার্ন। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন লেরয় সানে। তৃতীয় গোলটি করে দলের বড় জয় নিশ্চিত করেন জামাল মুসিয়ালা।
এবারের আসরে আগের সাক্ষাতেও বায়ার্নের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল বার্সেলোনা। দ্বিতীয় সাক্ষাতেও তাদের ভাগ্য বদলালো না। এই হারে দুই দশক পর চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেল স্প্যানিশ জায়ান্টরা। গ্রুপের তিন নম্বর দল হওয়ায় বার্সাকে খেলতে হবে ইউরোপা লিগে।
গ্রুপ পর্বে ছয় ম্যাচের সবকটি জেতা বায়ার্নের পয়েন্ট ১৮। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে গেল তারা। দিনামো কিয়েভকে ২-০ গোলে হারিয়ে এই গ্রুপের রানার্সআপ হয়ে নকআউট পর্বে ওঠা বেনফিকার পয়েন্ট ৮। ছয় ম্যাচে মাত্র দুটিতে জেতা বার্সেলোনার পয়েন্ট ৭।
বায়ার্নের বিপক্ষে আক্রমণ ও বল দখলের লড়াইয়ে টেক্কা দিলেও আসল কাজটি করতে পারেনি বার্সেলোনা। ম্যাচে ৫৩ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখে বায়ার্ন। গোলমুখে ১০টি শট নেয় তারা, এর মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। বার্সার নেওয়া ৭টি শটের ২টি ছিল লক্ষ্যে, কিন্তু একবারও জালের দেখা মেলেনি।