জাতীয় নারী দলের আরেক ক্রিকেটার করোনায় আক্রান্ত
জিম্বাবুয়েতে বিশ্বকাপের বাছাই পর্ব খেলে দেশে ফেরা জাতীয় নারী দলের দুই ক্রিকেটারের করোনা আক্রান্তের খবর আগেই জানা গিয়েছিল। পরে জানা যায় নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন তারা। এর কদিন পর আরও দুঃসংবাদ এলো। নারী দলের আরেক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন নারী ক্রিকেট বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা।
দেশে ফিরে হোটেল সোনারগাঁওয়ে কোয়ারেন্টিনে ছিলেন নারী দল। কয়েকদিন আগেই কোয়ারেন্টিন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দুজন আক্রান্ত হওয়ায় অন্যদেরও আইসোলেশনে রাখা হয়। এবার আরেক জন আক্রান্ত হওয়ায় কয়েকজন ক্রিকেটারের আইসোলেশনের মেয়াদ আরও বাড়ল।
নারী দলকে আর সোনারগাঁওয়ে রাখা হচ্ছে না। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায় আসছেন। ১৫ থেকে ১৭ ডিসেম্বর তিনি সোনারগাঁওয়ে অবস্থান করবেন। এ ছাড়া আরও ভারতীয় ডেলিকেট থাকবেন সেখানে। এ কারণে সোমবারই সোনাগাঁও হোটেল থেকে সব নারী ক্রিকেটারকে সরিয়ে নেওয়া হয়।
আক্রান্ত এবং এখনও আইসোলেশনে থাকা অন্যান্য সদস্যদের নিয়ে যাওয়া হয়েছে মুগদা জেনারেল হাসপাতালে। আইসোলেশনে থেকে কয়েকটি পরীক্ষার পর যারা নেগেটিভ হয়েছেন, তাদেরকে মিরপুরের প্রশিকায় বিসিবির নির্ধারিত ফ্ল্যাটে রাখা হয়েছে। বুধবারের পরীক্ষায় নেগেটিভ হলে তাদের কোয়ারেন্টিন শেষ হবে।
নারী দলের ওই কর্মকর্মা বলেন, 'এখানে মেডিকেলের কোনো ইস্যু নেই, অনেক ভারতীয় ডেলিকেট আসছেন, রাষ্ট্রপতি আসছেন। তারা সবাই সোনারগাঁও হোটেলে থাকবেন। ক্রিকেটারদের আইসোলেশন ও কোয়ারেন্টিনের জন্য তাদের স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের প্রশিকাতে রাখা হয়েছে। কালকরে পরীক্ষায় নেগেটিভ হলে কোয়ারেন্টিন শেষ হবে।'