শিরোপা স্বপ্নে বিভোর বাংলাদেশ ভালো শুরুর অপেক্ষায়
যুব বিশ্বকাপের শিরোপা একবার ঘরে এসেছে বাংলাদেশের। কিন্তু উপমহাদেশের বিশ্বকাপ খ্যাত এশিয়া কাপের শিরোপাটা এখনও জেতা হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। এবার আসটির চ্যাম্পিয়নের মুকুট জেতার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গেছে বাংলাদেশের যুবারা। শিরোপা জয়ের মিশনে জয় দিয়ে আসর শুরু করতে চায় বাংলাদেশ।
যেকোনো টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করাটা গুরুত্বপূর্ণ, এটা ভালো করেই জানেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক রাকিবুল হাসান। তাই প্রথম ম্যাচে শুক্রবার নেপালকে হারিয়ে শুরুটা রাঙাতে চান তিনি। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে 'বি' গ্রুপের ম্যাচটি বাংলাদেশ সময় সকাল বেলা সাড়ে ১১টায় শুরু হবে।
যুব এশিয়া কাপে অংশ নিতে গত মঙ্গলবার আরব আমিরাতের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ যুব দল। সেখানে গিয়ে একদিন কোয়ারেন্টিনে থাকতে হয় বাংলাদেশকে। এক দিনের কোয়ারেন্টিনের পর বৃহস্পতিবার অনুশীলন করে যুবারা।
ম্যাচের আগের দিন রাকিবুল হাসান জানান, দল ভালো অবস্থায় আছে। নিজেদের সেরাটা দিতে প্রস্তুত পুরো দল। বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আগামীকাল আমাদের এশিয়া কাপের প্রথম ম্যাচ। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। টুর্নামেন্টের প্রথম ম্যাচ জিতে শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ভালো ক্রিকেকটা সেখানে খেলতে চাই।'
'দলটা খুব ভালো অবস্থায় আছে। সবাই সুস্থ আছে। আজ আমাদের প্রথম অনুশীলন সেশন করেছি। কাল সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। একদিন কোয়ারেন্টিনে থেকে আমরা এখানে অনুশীলন করেছি। ভালো অনুশীলন হয়েছে। আমরা পুরো প্রস্তুত কালকের ম্যাচের জন্য।' যোগ করেন রাকিবুল।
বাংলাদেশ পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ ডিসেম্বর শারজাহতেই খেলবে। তাদের পরের দুই প্রতিপক্ষ কুয়েত ও শ্রীলঙ্কা। বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে দুবাই থেকে ২ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বিশ্বকাপের আগে সেন্ট কিটস এন্ড নেভিসে চারদিনের কোয়ারেন্টিন করতে হবে বাংলাদেশকে।