পাকিস্তানকে ৩৮.১ ওভারে হারাতে পারলে সেমিতে উঠবে বাংলাদেশ
যুব বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠতে হলে পাকিস্তানের দেওয়া ১৫৬ রানের লক্ষ্য ৩৮.১ ওভারে টপকে যেতে হবে বাংলাদেশকে। সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ১৫৫ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা।
২০২০ সালে এই দক্ষিণ আফ্রিকাতেই প্রথমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। আরেকটি বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলার হাতছানি মাহফুজুর রহমান রাব্বির দলের সামনে।
টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক রাব্বি। রহনত দৌল্লাহ বর্ষণ-শেখ পারভেজ জীবনদের দুর্দান্ত বোলিংয়ের সামনে পাকিস্তান পুরো ৫০ ওভার খেলতেও পারেনি। ৪০.৪ ওভারেই তারা অলআউট হয়েছে ১৫৫ রানে।
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর করা হিসাবে জানা গেছে, সেমিতে যেতে হলে বাংলাদেশকে জিততে হবে ৩৮.১ ওভারে। তাতেই পাকিস্তানের নেট রানরেটকে টপকাতে পারবে বাংলাদেশ।
এই ম্যাচ বাংলাদেশ জিতলে দুই দলেরই পয়েন্ট হবে ৬। যেখানে পাকিস্তানের বর্তমানে নেট রানরেট: + ১.০৬৪ ও বাংলাদেশের নেট রানরেট: + ০.৩৪৮।
পাকিস্তানকে অল্প রানে গুটিয়ে দেওয়ার পেছনে ভূমিকা রেখেছেন বর্ষণ ও জীবন। দুজনই করেছেন বিধ্বংসী বোলিং। দুজনই সমান ২৪ রান দিয়ে চারটি করে উইকেট দখল করেছেন।