ঐতিহাসিক সিরিজ জয়ে ৩ কোটি টাকা বোনাস পাবেন তামিমরা
দক্ষিণ আফ্রিকায় ইতিহাস রচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবারের মতো প্রোটিয়াদের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে তামিম ইকবালের দল। ২-১ ব্যবধানের সিরিজ জয়ে আনন্দে মাতোয়ারা বাংলাদেশ দল। উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। ইতোমধ্যে বোনাসও ঘোষণা করে দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ দলকে ৩ কোটি টাকা বোনাস ঘোষণা করেছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
দক্ষিণ আফ্রিকায় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, 'এই সিরিজ জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। নিশ্চিতভাবে এটা ঐতিহাসিক জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারানো এটা অবিশ্বাস্য। তারা কিছুদিন আগে ভারতকে হারিয়েছে। এখানে এসে সিরিজ জিতেছি অবশ্যই এটা বড় প্রাপ্তি।'
'সিরিজ জেতা ভিন্ন কিছু। একটা ঘোষণা হয়েছে এখানে। খেলোয়াড়রা তাৎক্ষণিক বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকে কিছু একটা শুনতে চেয়েছিল। আমাদের মাননীয় সভাপতি তিন কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন খেলোয়াড়দের জন্য।' যোগ করেন জালাল ইউনুস।
সিরিজ জেতার পরই পুরো দলের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পুরো দলকে তিনি অভিনন্দন জানিয়েছেন। জালাল ইউনুস বলেন, 'খেলা শেষে বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছিলাম। আমার স্পিকার অন করে দিয়েছিলাম। পুরো দলের সঙ্গে কথা বলেছেন। ঢাকাতে সবাই খুব খুশি। মাননীয় প্রধানমন্ত্রী খেলা দেখেছেন। উনিও খুশি হয়েছেন। সবাইকে অভিনন্দন জানিয়েছেন।'