নিয়মিত সিটি স্ক্যানে ৭০ ভাগ ফুসফুস ক্যান্সার আগে শনাক্ত সম্ভব: গবেষণা
নিয়মিত সিটি স্ক্যানিং এর মাধ্যমে ৭০ ভাগ ফুসফুস ক্যান্সার প্রাথমিক পর্যায়েই শনাক্ত সম্ভব যার ফলে বাঁচতে পারে হাজারও জীবন। সম্প্রতি এক গবেষণায় এ তথ্যই উঠে এসেছে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডন হসপিটালের (ইউসিএলএইচ) ফুসফুস ক্যান্সার বিশেষজ্ঞদের পরিচালিত সে গবেষণায় উঠে এসেছে যে, রোগটির প্রথম বা দ্বিতীয় পর্যায় স্ক্যানের মাধ্যমে উন্মোচন সম্ভব।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা এখন দাবি করছেন, ধূমপায়ী এবং যারা ধূমপানের অভ্যাস ছেড়ে দিয়েছেন সেসব প্রাক্তন ধূমপায়ীদের জন্য সরকারের উচিত রুটিনমাফিক সিটি স্ক্যানের ব্যবস্থা করা উচিত।
এ গবেষণার সিনিয়র নিরীক্ষক ড. স্যাম জেনেস দ্য গার্ডিয়ানকে দেয়া এক বক্তব্যে জানান, তাদের অনুসন্ধান ফুসফুসের ক্যান্সারের জন্য 'বিরাট মাইলফলক'।
তিনি বলেন, " এর আগে এই বিধ্বংসী ফুসফুস ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তের কোন উপায় আমাদের হাতে ছিল না। ফলে নতুন গবেষণার ফলাফল অনুযায়ী বিপুল সংখ্যক ফুসফুস ক্যান্সার আক্রান্তের নিরাময় সম্ভব"।
'সিটি স্ক্যানিং কতটা কার্যকর সেটি চিহ্নিত করা প্রয়োজন। আমার ক্লিনিকে, দশজনের মধ্যে সাতজনই ফুসফুস ক্যানসারের এমন পর্যায়ে আসেন যখন তা চিকিৎসার উর্ধ্বে"।
"অথচ আমরা সাম্প্রতিক গবেষণায় দেখেছি, দশজনের ভেতর সাতজনেরই অসুখ নিরাময়যোগ্য যদি প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করা যেত"।
সমীক্ষায় দেখা গেছে, ১২,১০০ জন ধূমপায়ী এবং প্রাক্তন ধূমপায়ীদের মধ্যে ১৮০ জনের ফুসফুসের ক্যান্সার রয়েছে। এরা সবাই কেন্দ্রীয় উত্তর ও উত্তর-পূর্ব লন্ডন নিবাসী এবং এদের বয়স ৫৫-৭৮ বছরের মধ্যে।
উল্লেখ্য, এরা কেউই অবস্থাপন্ন পরিবারের নন।
যুক্তরাজ্যের লাং ক্যান্সার কোয়ালিশনের ক্লিনিকাল অ্যাডভাইসরি গ্রুপের চেয়ারম্যান ডা. রবার্ট রিনটুল আশাবাদ ব্যক্ত করে বলেন যে, শীঘ্রই ইংল্যান্ডে ফুসফুসের ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম চালু হবে।
"ফুসফুসের ক্যান্সার যুক্তরাজ্যের সবচেয়ে মারাত্মক ক্যান্সার। অথচ প্রাথমিক শনাক্তকরণে এটির নিরাময় সম্ভব যা অনেক বেশি মানুষের জীবন বাঁচানোর সুযোগ দেবে। পুরুষের ক্ষেত্রে স্ক্রিনিংয়ের মাধ্যমে শতকরা ২৫ শতাংশ এবং নারীদের ক্ষেত্রে ৩০-৪০ শতাংশ হারে আক্রান্তের পরিমাণ কমানো সম্ভব", যোগ করেন ডা রবার্ট । সমীক্ষাটি এ বছরের শেষদিকে প্রকাশিত হবে।
আরেকজন মুখপাত্র জানান, 'এনএইচএস এর পক্ষ থেকে যুক্তরাজ্যের সুপারমার্কেটগুলোতে গাড়ি পার্ক করার স্থানে ফুসফুসের ক্যান্সার নির্ণয়ের জন্য স্ক্যানিং ট্রাক স্থাপন করা এই মহামারীকালে একটি অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে।"
গত ৪০ বছরে ফুসফুসের ক্যান্সার চিকিৎসায় তেমন অগ্রগতি দেখা যায়নি বলে যুক্তরাজ্যের ক্যান্সার গবেষণা সংস্থা জানিয়েছে।
প্রতিবছর যুক্তরাজ্যে প্রায় ৪৮,০০০ লোক এই রোগটিতে আক্রান্ত হয় এবং ৩৫,১০০ জন মৃত্যুবরণ করে। দিনে গড়ে মৃত্যু হয় ৯৬ জনের। রোগটি নির্ণয়ের পাঁচ বছর পর্যন্ত মাত্র ১৬ শতাংশ রোগী বেঁচে থাকে, দশ বছর পর্যন্ত বাঁচে মাত্র ১০ শতাংশ।
সূত্রঃ ডেইলি মেইল