করোনার সনদ জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার
রাজশাহীতে করােনার ভুয়া সনদ প্রদানকারী ও প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ।
বৃহস্পতিবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান ডিবির উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল।
সম্মেলনে তিনি বলেন, গােয়েন্দা তথ্যের ভিত্তিতে মহানগরীর বােয়ালিয়া থানা এলাকার হেতেম খাঁ কলাবাগান হতে করােনার প্রকৃত সার্টিফিকেট জিম্মিকারী ও প্রতারণা চক্রের ৩ সদস্যকে আটক করা হয় ।
আটককৃতরা হলেন তারেক আহসান এবং তার দুই সহযােগী রফিকুল ইসলাম ও সামসুন্নাহার শিখা। রফিকুল ও শিখা সম্পর্কে স্বামী ও স্ত্রী। এই ঘটনায় আরও দুজন পলাতক আছেন ।
সিভিল সার্জন অফিসকে কেন্দ্র করে এই প্রতারণা চক্রটি গড়ে ওঠে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, যেসকল বিদেশগামী ব্যক্তি করােনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন তাদের অনেক সময় ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে টেস্ট রিপাের্টের প্রয়ােজন হয় ।
চক্রটি প্রথমে তাদের ফোনের মাধ্যমে করােনা রিপাের্ট পজেটিভ আসার কথা জানায়। একইসঙ্গে, রিপাের্ট নেগেটিভ করার ব্যবস্থা করা হবে জানিয়ে যোগাযোগ করতে বলা হয়।
পরবর্তীতে, প্রতারক চক্রের সদস্যরা ভুক্তভােগীদের ডেকে ৩ হাজার থেকে ১৫ হাজার টাকার বিনিময়ে করােনার নেগেটিভ রিপাের্ট সরবরাহ করে থাকে। অথচ, অনেক ক্ষেত্রেই সার্টিফিকেট সত্যিকার অর্থে নেগেটিভ ছিল।
বিদেশগামীসহ অন্যান্যরা দ্রুত সময়ে করােনা রিপাের্ট পাওয়ার জন্য ঐ চক্রের হাতে টাকা তুলে দিত।
বােয়ালিয়া মডেল থানায় এ সংক্রান্ত একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।