কোভিড-১৯ এর বিনামূল্যের পরীক্ষা আর থাকছে না
করোনাভাইরাসের নমুনা পরীক্ষা সরকারিভাবে এতদিন ধরে বিনামূল্যে করা হলেও, তা আর থাকছে না।
এ সংক্রান্ত আদেশ জারি হলে হাসপাতালে গিয়ে কোভিড-১৯ পরীক্ষা করাতে ২০০ টাকা ফি দিতে হবে। আর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করলে দিতে হবে ৫০০ টাকা।
করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় ফি আরোপের যে প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়েছিল, তা অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে।
আজ সোমবার এ বিষয়ে আদেশ জারি হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগের একটি সূত্র।
সরকারিভাবে এতদিন বিনামূল্যে করোনার টেস্ট করানো গেলেও বেসরকারি হাসপাতালে তা করাতে সাড়ে ৩ হাজার টাকা। তবে অনেক হাসপাতালই এর চেয়েও বেশি টাকা নেন বলে অভিযোগ উঠেছে নানা সময়ে। তাছাড়া বেসরকারিভাবে বাসায় গিয়ে নমুনা সংগ্রহের জন্য ৪ হাজার ৫০০ টাকা ফি নির্ধারণ করে দিয়েছিল সরকার।
বর্তমানে দেশের ৬৮টি গবেষণাগারে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা হচ্ছে। এসব নমুনা পরীক্ষার কিট সরবরাহ করছে সরকার।
দেশে দৈনিক নমুনা পরীক্ষা ১৮ হাজার ছাড়িয়েছে। ২৯ জুন সকাল ১০টা পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৩৩ হাজার ১৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
জনসংখ্যা বিবেচনায় নমুনা পরীক্ষার হারে দক্ষিণ এশিয়ার মধ্যে আফগানিস্তান ব্যতীত সবার চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ।