দেশে চীনা-রাশিয়ান ভ্যাকসিন উৎপাদনের অনুমোদন দিল সরকার
দেশে চীনা ও রাশিয়ান সিনোফার্ম ও স্পুটনিক ভি ভ্যাকসিন উৎপাদনের প্রস্তাবনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার একটি কমিটি।
আজ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কিত মন্ত্রিসভার কমিটির এক সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, "খুব অল্প সংখ্যক স্থানীয় কোম্পানিরই ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা আছে। শুধু তারাই উৎপাদনের অনুমোদন পাবে,"
অর্থমন্ত্রী বলেন, "চীনা ও রাশিয়ান ভ্যাকসিন উৎপাদনের অনুমতি দেওয়া হলো। একইসঙ্গে, আমরা আমাদের ভ্যাকসিনের প্রাথমিক উৎস সেরাম ইনস্টিটিউট থেকেও ভ্যাকসিন পাওয়ার চেষ্টা চালিয়ে যাবো,"
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগ অতিরিক্ত সচিব ড. সাহিদা আক্তার বলেন, "সরকারের কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শ অনুযায়ী চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে,"
"প্রস্তাবনা পেশ করার পরই ভ্যাকসিন উৎপাদনের খরচ সম্পর্কে জানা যাবে," যোগ করেন তিনি।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "চীন তাদের ভ্যাকসিন বাংলাদেশে উৎপাদনের অনুমতি দিয়েছে। যতো শীঘ্রই সম্ভব উৎপাদন শুরু হবে।"
সভায় ঠিকাদার ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে পিপিই, মাস্ক, পিসিআর কিট কেনার অনুমোদনও দেওয়া হয়।