নিরাপদ সড়কের দাবিতে অব্যাহত বিক্ষোভ, ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের ‘লাল কার্ড’ প্রদর্শন
নিরাপদ সড়কসহ একাধিক দাবিতে আজ আবারও ঢাকার রাস্তায় নেমেছে রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সকাল ১১টার দিকে রামপুরা ব্রিজে তারা একটি শান্তিপূর্ণ মানববন্ধন করে এবং সেখানেই প্রায় এক ঘণ্টা অবস্থান করে।
ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা কলেজ প্রমুখ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এসে ৯ দফা দাবির সমর্থনে মানববন্ধন শুরু করে। দুপুর সোয়া বারোটার দিকে শেষ হয় তাদের মানববন্ধন।
পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে, আন্দোলনকারীরা আজ ট্রাফিক বিধান ও নিয়ম লঙ্ঘনকারীদের 'লাল কার্ড' দেখিয়েছে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে কথা বলার সময় আন্দোলনের নতুন সমন্বয়ক এবং স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ইনজামুল হক বলেন, "আমরা আগামীকাল দুপুর ১২টার দিকে শাহবাগে মিছিল করব।"
"২০১৮ সাল থেকে আমরা শুধু আশ্বাস পেয়ে আসছি, এখন এর বাস্তবায়ন চাই। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে রাখবো", বলেন ইনজামুল।
এদিকে খিলগাঁও মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, "দরিদ্র গাড়িচালকদের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে রাষ্ট্র, পরিবহন মালিক ও অন্যান্য কর্তৃপক্ষ। সড়কের উন্নয়ন কাজের জন্য যে বরাদ্দ হয় তার অর্ধেক দুর্নীতির কারণেই গায়েব হয়ে যায়। হাজার হাজার কোটি টাকা দিয়ে রাস্তা করা হয়, কিন্তু বছর না যেতেই সে রাস্তার বেহাল দশা তৈরি হয়। এরকম নানা অনিয়ম ও দুর্নীতির আখড়া তৈরি হয়েছে। আমরা সেই অনিয়ম-দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে লাল কার্ড দেখাচ্ছি।"
"খেলায় অনিয়ম করলে রেফারি লাল কার্ড দেখায় আমরা আজ সেই রেফারির ভূমিকা পালন করতে চাচ্ছি," যোগ করেন তিনি।
সামিয়া আরও বলেন, "চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার কথা বিবেচনা করে আমরা আগামীকাল রোববার দুপুর ১২টার দিকে রামপুরা ব্রিজে মানববন্ধন করব। প্রতিবাদের অংশ হিসেবে একটি ব্যঙ্গচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হবে।"