পরিবেশ দূষণ করে রড তৈরি: ৩ কারখানাকে ১৬ লাখ টাকা জরিমানা
এয়ার ট্রিটমেন্ট প্ল্যান্ট (এটিপি) বন্ধ রেখে রড তৈরি করে পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রামের তিনটি স্টিল মিলকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার শুনানি শেষে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন অধিদপ্তরের মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী।
দণ্ড পাওয়া প্রতিষ্ঠানগুলো হল- নগরের বায়েজিদ বোস্তামি থানার নাসিরাবাদ এলাকার বেনজ ইন্ডাস্ট্রি লিমিটেড, সিএসএস কর্পোরেশন ও ইসলাম স্টিল।
মোহাম্মদ নুরুল্লাহ নুরী জানান, গত ১২ অক্টোবর পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের জুনিয়র কেমিস্ট মো. সানোয়ার হোসেন অভিযুক্ত তিন স্টিল মিলে অভিযান পরিচালনা করে এয়ার ট্রিটমেন্ট প্ল্যান্ট (এটিপি) বন্ধ রেখে রড তৈরির প্রমাণ পান। কারখানাগুলো ধোঁয়া নির্গমন ও অপরিশোধিত তরল বর্জ্যের মাধ্যমে পরিবেশ দূষণ করেছে। ১৩ অক্টোবর শুনানিতে তিনটি স্টিল মিলের প্রতিটিকে ৫ লাখ ৪০ হাজার টাকা করে মোট ১৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ইফলুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) বন্ধ রেখে ওয়াশিং কারখানা পরিচালনার দায়ে হাজী ওয়াশিং ও পপুলার ওয়াশিং নামে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭২ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।