ভ্যাকসিন কূটনীতি কৌশল নিন: রেহমান সোবহান
টিকাদান কর্মসূচীর গুরুত্বে সরকারের উচ্চ পর্যায় থেকে তা পেশাদারি পর্যায়ে নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। এজন্য ভ্যাকসিন কূটনীতি কৌশল নেওয়ারও পরামর্শ দেন তিনি। বুধবার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ঐ আলোচনা অনুষ্ঠানে দেশের গ্রামাঞ্চলে মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অর্থসচিবের একটি বক্তব্যের সূত্র ধরে রেহমান সোবহান বলেন, 'রিসোর্স কোন সমস্যা নয়। কিন্তু প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে'। প্রাতিষ্ঠানিক সক্ষমতার বিষয়টিকে অন্যতম চ্যালেঞ্জ উল্লেখ করে এ লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা নিয়ে করা একটি জরিপ প্রতিবেদন তুলে ধরা হয়। এতে বলা হয়, দেশের গ্রামাঞ্চলের মাত্র ১৩ শতাংশ মানুষ মাস্ক পরে, বাদবাকী ৮৭ শতাংশ মানুষই পরে না। তবে মানুষকে বিনা পয়সায় মাস্ক দিলে এবং তা পরার ক্ষেত্রে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করা গেলে মাস্ক পরার হার প্রায় তিনগুণ বাড়বে। বেসরকারি সংস্থা ব্র্যাক ও যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির একদল গবেষক জরিপ কার্যক্রমটি পরিচালনা করেন।
জরিপ প্রতিবেদনে বলা হয়েছে যে চারটি উদ্যোগের সংমিশ্রণ মানুষকে মাস্ক ব্যবহারে আগ্রহী করে তোলে: বিনামূল্যে মাস্ক বিতরণ, তথ্য সরবরাহ, জনবল এবং বিশ্বস্ত নেতৃবৃন্দের উপস্থাপন।
এতে বলা হয়, ব্র্যাক দেশের ৩৮ টি জেলার ৩ হাজারেরও বেশি উপজেলায় ৭.৭ কোটি মানুষের মাস্ক পরা নিশ্চিত করতে সরকারের এটুআই প্রোগ্রাম এবং স্বাস্থ্যসেবা অধিদপ্তরের সহায়তায় কাজ করে চলেছে। এই কর্মসূচীকে সফল করতে আরও মাস্ক প্রয়োজন, যার জন্য সরকারের আরও ২৫ কোটি টাকা ব্যয় করতে হতে পারে।
এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদার বলেন, 'স্বাস্থ্য মন্ত্রণালয় যখন যা চেয়েছে অন্য জায়গার বরাদ্দ কাটছাঁট করে হলেও এখানে বরাদ্দ দেওয়া হয়েছে'।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক (ডিজি) বিনায়ক সেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।
অনুষ্ঠানে ইয়েল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক আহমেদ মুশফিক মুবারাক মূল প্রবন্ধটি উপস্থাপন করেন।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, অর্থ বিভাগের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদার, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল আবেদীন, প্রতিষেধকবিদ্যা এবং সংক্রামক রোগ গবেষণাকারী বিজ্ঞানী ফিরদৌসী কাদরী এবং বাংলাদেশের প্রাক্তন গভর্নর ড. আতিউর রহমান অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন।