সিমেন্ট ক্লিংকারবাহী লাইটার জাহাজডুবি
চট্টগ্রাম বন্দর থেকে ১২৫০ মেট্রিক টন সিমেন্ট ক্লিংকার নিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার পথে আবুল খায়ের খায়ের গ্রুপের মালিকানাধীন এমভি টিটু-১৯ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
সোমবার সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেলার ভাসানচর এলাকার ৩ নটিক্যাল মাইল আগে এই দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক মো. সেলিম জানান, চট্টগ্রাম বন্দর থেকে সিমেন্ট ক্লিংকার নিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার পথে ভাসানচর এলাকায় উত্তাল সাগরের ঢেউয়ের কারণে জাহাজটির তলা ফেটে যায়। ধীরে ধীরে পানি ঢুকে জাহাজটি ডুবে গেছে। তবে অন্য জাহাজের সহযোগিতায় এমভি টিটু-১৯ জাহাজে অবস্থানরত ১৩ নাবিককে উদ্ধার করা হয়েছে।
জাহাজটি তোলার ব্যবস্থা নিতে মালিকপক্ষকে বলা হয়েছে।