নভেম্বর থেকে ৯ সেতু, ২ মহাসড়কে ই-টোল বাধ্যতামূলক
আগামী নভেম্বর থেকে দেশের ৯টি সেতু ও ২টি মহাসড়কে ইলেকট্রনিক টোল সংগ্রহের (ইটিসি) ব্যবস্থা বাধ্যতামূলক হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
সেতু নয়টি হলো- চট্টগ্রামের কর্ণফুলী সেতু, নারায়ণগঞ্জের মেঘনা সেতু, কুমিল্লার গোমতি সেতু, নরসিংদীর ভৈরব সেতু, পটুয়াখালীর পায়রা সেতু, খুলনার খান জাহান আলী (রূপসা) সেতু, নরসিংদীর চরসিন্দুর সেতু, নরসিংদীর শহীদ মইজুদ্দিন সেতু এবং পাবনার লালন শাহ সেতু। আর মহাসড়ক দুটি হলো- নাটোরের আত্রাই টোল প্লাজা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক।
এসব সেতু ও মহাসড়কে ইতোমধ্যেই বসানো হয়েছে স্বয়ংক্রিয় টোল মেশিন।
এক বিজ্ঞপ্তিতে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, প্রাথমিকভাবে ই-টোলের টাকা মোবাইল ব্যাংকিং অ্যাপ যেমন- নেক্সাসপে, রকেট এবং উপায়- এর মাধ্যমে সংগ্রহ করা হতে পারে। এর বাইরে আরও যেসব মোবাইল ব্যাংকিংয়ে ই-পেমেন্ট সুবিধা রয়েছে, সেগুলো ধীরে ধীরে অন্তর্ভুক্ত করা হবে।