ন্যূনতম ২৫,২০০ টাকা বেতনের দাবি চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীদের
ন্যূনতম ২৫,২০০ টাকা বেতনের দাবি জানিয়েছেন চতুর্থ শ্রেণির (পে গ্রেড ১৭তম থেকে ২০তম) সরকারি কর্মচারীরা। একইসঙ্গে, সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ প্রথা বাতিল ও নবম পে-স্কেল প্রদানসহ ১০টি দাবি জানিয়েছে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি।
শনিবার (১১ মে) রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব দাবি করে সংগঠনটির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. আজিম।
এ সময় তিনি বলেন, "৯ম জাতীয় বেতন কমিশন গঠন করে শতকরা ১.৫ শতাংশ হারে বেতন স্কেল সর্বনিম্ন ২৫,২০০ টাকাসহ ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণ করতে হবে। এছাড়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে বর্তমান বাজার দরের সঙ্গতি রেখে শতকরা ৪০ ভাগ মহার্ঘভাতা প্রদান করতে হবে।"
মো. আজিম বলেন, "সচিবালয়ের মতো পদবি পরিবর্তন করে ও শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সব কর্মচারীদের শতকরা ৫০ ভাগ পদোন্নতি প্রদান করতে হবে। নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের মতো শতকরা ৪০ ভাগ পোষ্য কোটা সংরক্ষণ রাখতে হবে।"
এছাড়াও, পুলিশ বাহিনীর মতো রেশন প্রদান ও নার্সদের মতো পোশাকের টাকা বেতনের সঙ্গে প্রদানের দাবি জানান তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, মো. নিজামুদ্দিন পাটোয়ারী, আব্দুল মান্নান, সেলিম ভূঁইয়া প্রমুখ।