১২ কোটি টাকায় নির্মাণ হবে চট্টগ্রামের প্রথম আন্ডারপাস
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) আনুমানিক ১২ কোটি টাকা ব্যয়ে বহদ্দারহাট মোড়ে নগরীর প্রথম আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে।
প্রায় ছয় মাস সম্ভাব্যতা যাচাইয়ের পর নকশা প্রণয়ন করে দরপত্র আহ্বান করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
চসিকের তথ্যমতে, নগরীর অন্যতম ব্যস্ততম সড়ক বহাদ্দারহাট এলাকায় প্রতি ঘণ্টায় এক হাজারেরও বেশি মানুষ রাস্তা পারাপার হন। চারদিকে সংযোগ সড়ক থাকায় এই মোড়ে গাড়ির চাপও থাকে বেশি। ফলে সড়ক পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, "বহদ্দারহাট খুব গুরুত্বপূর্ণ মোড়। এখানে প্রচুর মানুষের জমায়েত হয়। দুর্ঘটনার ঝুঁকি কমাতে নিরাপদ সড়ক পারাপার নিশ্চিত করা জরুরি। আন্ডারপাসটি মানুষকে রাস্তা পারাপারের জন্য একটি নিরাপদ ও সুবিধাজনক উপায় প্রদান করবে।"
সিটি করপোরেশন থেকে প্রাথমিকভাবে ফুটওভার ব্রিজ নির্মাণের চিন্তা করা হলেও সেখানে ফ্লাইওভারের উচ্চতা কম হওয়ায় আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্ডারপাসটির দুটি প্রবেশ পথ থাকবে; বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে একটি এবং আরাকান রোডের উত্তর পাশে অন্যটি। ৪১ দশমিক ২ মিটার দীর্ঘ এবং ১০ মিটার প্রশস্ত আন্ডারপাসটির উচ্চতা হবে ৪ মিটার। দুই প্রবেশ মুখে একটি করে দুটি সিঁড়ি এবং একটি করে দুটি স্কেলেটরও (চলন্ত সিঁড়ি) থাকবে।
আন্ডারপাসের দুইপাশে মোট ২০টি দোকান নির্মাণ করা হবে। প্রতিটি দোকানের জন্য আন্ডারপাসের ২ দশমিক ৭৫ মিটার জায়গা লাগবে। মাঝখানে সাড়ে ৪ মিটার (প্রায় ১৫ ফুট) জায়গা থাকবে মানুষের হাঁটার জন্য।