মিরনজিল্লা সুইপার কলোনির বাসিন্দাদের ওপর স্থানীয় কাউন্সিলরের কর্মীদের হামলার অভিযোগ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আউয়াল হোসেন ও সমর্থকদের বিরুদ্ধে আগা সাদেক রোডের পাশের মিরনজিল্লা সুইপার কলোনির বাসিন্দারের ওপর হামলার অভিযোগ উঠেছে।এসময় বেশ কয়েকজন বাসিন্দা আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১০ জুলাই) দুপুরে ডিএসসিসি'র সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান ৬৬ জন বাসিন্দাকে নতুন অ্যাপার্টমেন্টে পুনর্বাসনের জন্য কলোনি পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে।
মো. মুনিরুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে বলেন, 'আমরা কলোনীর মধ্যে আইনজীবী ও কলোনীর বাসিন্দাদের সাথে কথা বলছিলাম। হঠাৎ করে দেখি গেটে হৈচৈ হচ্ছে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।'
তবে কোন গ্রুপ এ হামলা চালিয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।
তিনি আরও বলেন, 'হামলাকারীদের চিহ্নিত করতে স্থানীয় ওসিকে বলা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।'
হরিজন নেতা মহেশ লাল টিবিএসকে বলেন, 'ম্যাজিস্ট্রেট আমাদের জন্য বরাদ্দকৃত ঘরগুলোতে আমাদের উঠিয়ে দিতে আসলে, আমরা তার প্রতি সম্মান দেখিয়ে ভবনের মূল ফটক খুলে দিতে অনুরোধ করি। কিন্তু তার সাথে স্থানীয় কাউন্সিলর তার দলবল নিয়ে ঢুকতে চান। এতে আমরা হামলার আশঙ্কা করে তাদেরকে না ঢুকে, শুধু ম্যাজিস্ট্রেটকে ঢুকতে অনুরোধ করি। কিন্তু কাউন্সিলর তার লোকজন নিয়ে ঢুকে আমাদের ওপর হামলা চালায়। এমনকি এক পর্যায়ে মন্দিরেও ভাঙচুর চালায়। এতে নারী ও শিশুসহ অনেকে আহত হয়েছেন।'
এ অভিযোগের বিষয়ে জানতে কাউন্সিলর আউয়াল হোসেনের মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এদিকে, টিবিএসের হাতে আসা হামলার ভিডিওতে দেখা যাচ্ছে যে দুটি দল কলোনীর কাছে একে অপরের দিকে ঢিল ছুঁড়ছে।
এদিকে মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ অভিযানের ওপর স্থিতাবস্থা জারি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ডিএসসিসি নতুন করে অভিযান পরিচালনার উদ্যোগের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (১০ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক।
আইনজীবী অনীক আর হক এ বিষয়ে সাংবাদিকদের বলেন, 'বংশালের মিরনজিল্লা হরিজন কলোনিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নতুন করে উচ্ছেদ অভিযান পরিচালনার উদ্যোগ নেয়। এজন্য হরিজন কলোনিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ মোতায়েন করতে সংশ্লিষ্টদের চিঠি দেয়। গতকাল সিটি কর্পোরেশন এ চিঠি দেয়। পাশাপাশি স্থানীয় কাউন্সিলকে এ বিষয়ে সহায়তা করতে বলা হয়।'
তিনি বলেন, 'এরপর আজ (বুধবার) হরিজন কলোনিতে আবার অভিযান শুরুর উদ্যোগ নিলে সেখানে বসবাসরত হরিজনদের পক্ষে আপিল বিভাগে আবেদন করা হয়। শুনানি শেষে আপিল বিভাগ সিটি কর্পোরেশনের অভিযানের ওপর স্থিতাবস্থা দিয়েছেন। একই সঙ্গে আগামীকাল আপিল বিভাগে এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন।'
এর আগে গত ১৩ জুন বংশালের মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ অভিযানের ওপর এক মাসের জন্য স্থিতাবস্থা জারি করেন হাইকোর্ট। পাশাপাশি বসবাসের বিকল্প ব্যবস্থা না করে হরিজনদের উচ্ছেদ না করতে নির্দেশ দেন আদালত। ডিএসসিসি কর্তৃপক্ষকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
ডিএসসিসি'র সম্পত্তি বিভাগের তথ্যমতে, মিরনজিল্লা সুইপার কলোনিতে করপোরেশনের প্রায় ৩.২৭ একর জমি আছে। সেখানে দীর্ঘদিন ধরে হরিজন সম্প্রদায়ের লোকজন বসবাস করে আসছেন। কলোনির এক পাশে ২৭ শতাংশ জমিতে আধুনিক কাঁচাবাজার নির্মাণ করতে চায় ঢাকা দক্ষিণ সিটি। তাই সেখানকার কিছু বাসাবাড়ি ভেঙে দিতে হবে। আগের কাঁচাবাজারটি ১৭ শতাংশ জমিতে ছিল। বাকি জমি থেকে স্থাপনা সরাতে গত ১০ ও ১১ জুন অভিযান চালাতে গিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি। কিন্তু হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের তীব্র প্রতিবাদের মুখে সেদিন অভিযান চালানো যায়নি।