আগামী বছরই হয়ত রাজনৈতিক সরকার আসবে: শিক্ষা উপদেষ্টা
আগামী বছরেই রাজনৈতিক সরকার আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ শনিবার (৭ ডিসেম্বর) সকালে গুলশানের একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক উন্নয়ন কনফারেন্সে তিনি এ কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, "আমরা এখন খুব স্বল্পকালীন একটি সরকার। আগামী বছরই রাজনৈতিক সরকার আসার বিষয়টি আমার ব্যক্তিগত মতামত। জানি না আসলে কি হবে, তবে হয়ত আগামী বছর আমরা রাজনৈতিক সরকার দেখতে পাবো।"
শিক্ষা উপদেষ্টা বলেন, গত সরকারের সময়ে নেয়া বেশ কিছু প্রকল্প, যেমন পদ্মা সেতু, ছিল সফল এবং গুরুত্বপূর্ণ। তবে তিনি মন্তব্য করেন, এসব প্রকল্পের মধ্যে অনেকগুলোই "প্রেস্টিজ প্রকল্প" ছিল, যা প্রধানত সুখ্যাতি অর্জনের জন্য শুরু করা হয়েছিল। তিনি বলেন, এসব প্রকল্প নিয়ে এখন কী করা যেতে পারে তা ভাবা হচ্ছে।
বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সমতামূলক সমাজ নির্মাণের প্রসঙ্গে ড. ওয়াহিদউদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকার বড় ধরনের সম্পদের স্বল্পতায় রয়েছে। তিনি উল্লেখ করেন, দেশের অনেক টাকা পাচার হয়ে গেছে, মানুষের টাকা ব্যাংকে থাকলেও সেই টাকা দেশের বাইরে চলে গেছে। বেক্সিমকোর মতো বড় প্রতিষ্ঠানগুলোর স্থিতিপত্রে অনেক টাকা থাকার পরও, সে টাকা বাস্তবে দেশে নেই।
তিনি প্রশ্ন তোলেন, "শ্রমিকদের মজুরি কোথা থেকে দেওয়া হবে?"
কনফারেন্সে বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল মধ্যম আয়ের ফাঁদ থেকে বেরিয়ে আসতে বাংলাদেশকে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, "এই কর্মযজ্ঞে উদ্যোক্তা তৈরি এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি।"
আগামীতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবেলায় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজানোর পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।