আমরা সবাই গণতন্ত্রের কথা বলি, কিন্তু চর্চা করি না: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আমরা সবাই গণতন্ত্রের কথা বলি, কিন্তু গণতন্ত্র চর্চা করি না। নেতিবাচক চিন্তা করলে হবে না। বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। বরং দিনের পর দিন এখানে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে দেওয়া হয়নি। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে বিরোধে লিপ্ত হয়েছি। সহনশীলতার মধ্যে দিয়ে গণতন্ত্র চর্চা করে এগিয়ে যেতে পারলেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব।'
আজ শুক্রবার দুপুরে দিনাজপুর সরকারি কলেজের মাঠে অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, 'কী করুণ সময় গেছে এ জাতির। আমরা ভোট দিতে পারিনি। বিগত ১৫ বছরে প্রজন্ম জানে না ভোট কী। পর পর তিনবার ফ্যাসিবাদ আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছে। দেশের মধ্যে ভীতি তৈরি করে মানুষকে নির্যাতন নিপীড়ন চালিয়েছে।'
তিনি বলেন, 'আমরা এখনও ঐক্যবদ্ধ হতে পারিনি। বিগত ৫২-৫৩ বছরে বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারিনি। আমরা গণতান্ত্রিক যুদ্ধে ছিলাম, সেই যুদ্ধ শেষ হয়েছে। চলুন, এবার একসাথে উঠে দাঁড়াই, সংকীর্ণতার ঊর্ধ্বে গিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার পথ নির্দেশনা তৈরি করি।'
তিনি আরও বলেন, 'আমরা এখন স্বপ্ন দেখছি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের সন্তানেরা যে স্বপ্ন দেখিয়েছে, দেশবাসীকে সাথে নিয়ে আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।' এজন্য তিনি দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করেন।
দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক জাহেদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আল আব্দুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আ ন ম গোলাম রব্বানী, দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল জব্বার ও যশোর এমএম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক তসলিম উদ্দিন।
অনুষ্ঠানে দিনাজপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আইয়ুব আলী, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জর হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, আইনজীবী আব্দুস সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।