কেন ভ্যাট বাড়িয়েছি, কিছুদিন পর জানবেন: অর্থ উপদেষ্টা
শতাধিক পণ্যে ভ্যাট বৃদ্ধি দ্রব্যমূল্যে তেমন কোনো প্রভাব ফেলবে না বলে আবারও দাবি করলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সেইসঙ্গে ভ্যাট বাড়ানোর কারণ কিছুদিন পর জানা যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে ভ্যাট বৃদ্ধির উদ্যোগ নিয়ে অর্থ উপদেষ্টাকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। তবে ভ্যাট বৃদ্ধির এ উদ্যোগ পুনর্বিবেচনা করা হবে কি না, সে প্রশ্ন এড়িয়ে যান অর্থ উপদেষ্টা।
ভ্যাটের হার বৃদ্ধির উদ্যোগের সমালোচনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ''তারা তাদের কথা বলুক। কী প্রেক্ষিতে করেছি, সেটা কয়েকদিন পর জানতে পারবেন।''
সরকারি কর্মকর্তাদের মহার্ঘ ভাতার অর্থ কবে ছাড় করা হবে- এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ''সেটার বিষয়ে এখন আমি কিছু বলব না।''
বিশেষ ওএমএস বন্ধের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, ''জরুরি ভিত্তিতে আমরা বিশেষ ওএমএস চালু করেছিলাম। বেশ সাকসেসফুলি কাজটা হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট দিয়ে কৃষি মন্ত্রণালয় বিশেষ এই ওএমএসের আয়োজন করেছিল।''
তিনি জানান, বিশেষ ওএমএসে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামে ৮ লাখের বেশি মানুষ কাভারেজ পেয়েছিল। ডিসেম্বরে এটা আমরা স্থগিত করলাম। কারণ, বাজারে মোটামুটি একটা স্থিতিশীলতা এসেছে। ভবিষ্যতে যদি আবার কোন প্রয়োজন দেখা দেয়, তখন আবারো ওএমএসের বিষয়টি বিবেচনা করা যাবে।
গত দুই মাসে খাদ্যের অত্যাধিক মূল্যস্ফীতির সময়ে বিশেষ ওএমএস নামে সুলভ মূল্যে কচু, বেগুন, লাউসহ বিভিন্ন সবজি বিপণন শুরু করেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপদেষ্টা বলেন, ''সাপ্লাই চেইনটা এখনও ব্রোকেন। মোকামে থাকে, রিটেইলাররা ঠিক মতো আনে না। এটা সরবরাহের সংকট নয়। তবুও চালের দাম কিছুটা কমেছে।''
বৈঠকে সার কেনার কয়েকটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ''ডিএপি, ইউরিয়া সারের একটা বাফার স্টক করার চেষ্টা করছি। কারণ, সরকারি সারের মজুদ না থাকলে বেসরকারি উদ্যোক্তারা দাম বাড়িয়ে দেয়।''