দেশের ৭০ শতাংশ জনগোষ্ঠী কোভিডের দুই ডোজ টিকা পেয়েছেন
বাংলাদেশে পরিকল্পনায় থাকা জনসংখ্যার ৭০ শতাংশ অর্থাৎ ৮ কোটি ৩৫ লাখ মানুষ দুই ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন পেয়েছে। এছাড়া অন্তত এক ডোজ ভ্যাকসিন পেয়েছে ১২ কোটি ২৬ লাখ বা ১০২ শতাংশ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্য অনুযায়ী করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশ অর্থাৎ ১১ কোটি ৯২ লাখ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে হবে। বাংলাদেশ সে লক্ষ্য অর্জন করেছে।
ভ্যাকসিনেশনে স্বাস্থ্য সংস্থার লক্ষ্য পূরণ হলেও ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির প্রধান অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ভ্যাকসিন নেওয়ার শর্ত পূরণ করতে পারে এমন সব মানুষকে আমরা ভ্যাকসিন দিব। এখন থেকে আর কখনো ক্যাম্পেইন করে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হবে না। ভ্যাকসিন সেন্টারে গেলে প্রথম ডোজ নেওয়া যাবে। তবে সেকেন্ড ও বুস্টার ডোজ দেওয়ার ওপর সরকার এখন বেশি জোর দিবে।"
মার্চ মাসে সেকেন্ড ডোজ ও এপ্রিল মাসে ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার ওপর জোর দেয়া হবে বলে জানান তিনি।
অধ্যাপক সেব্রিনা ফ্লোরা আরও বলেন, "বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন ১২ বছরের কম বয়সীদের ভ্যাকসিন দেওয়ার নির্দেশনা দিবে তখন আমরা তাদের ভ্যাকসিন দিব। ১২ বছরের কম বয়সীদের ভ্যাকসিন দেওয়া হলে আমাদের মোট জনসংখ্যার ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরেরর হাতে এখন ৯ কোটি ডোজ ভ্যাকসিন রয়েছে। ভ্যাকসিন নিয়ে তাই কোনো সংকট নেই বলেও জানান তিনি।
শনিবার দেশব্যাপী কোভিডের গণটিকাদান কার্যক্রমের প্রথমদিনে প্রায় এক কোটি ২০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়। এরমধ্যে প্রথম দিনে এক কোটি ১০ লাখ মানুষ টিকার প্রথম ডোজ পান। দেহসে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষকে টিকাদানের রেকর্ড সৃষ্টি হয়। কর্মসূচির দ্বিতীয় দিনে ১৯ লাখ ৩৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ পান।
গত বছরের ৭ ফেব্রুয়ারি দেশে প্রথম টিকাদান কার্যক্রম চালু হয়।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও ১০ মিলিয়ন ডোজ ফাইজার টিকা পেল বাংলাদেশ
কোভ্যাক্স কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও ১০ মিলিয়ন বা ১০০ লাখ ডোজ ফাইজার কোভিড ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। সোমবার মার্কিন দূতাবাস থেকে প্রচারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সর্বশেষ চালান নিয়ে বাংলাদেশ এখন বিশ্বে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবচেয়ে বেশি ডোজ ভ্যাকসিন পাওয়া দেশ।
সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় আরও ৮৯৭ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।
একই সময়ে ২৪ হাজার ৬০৫টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৬৫ শতাংশে নেমে এসেছে। একদিন আগেও এই হার ছিল ৩ দশমিক ০১ শতাংশ।
সর্বশেষ সংখ্যা যোগ হয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৭ জন এবং মোট শনাক্তের সংখ্যা হয়েছে ১৯ লাখ ৪৩ হাজার ৫৭৭।