অ্যাভাটারের সিক্যুয়েলে নৌ যোদ্ধা হয়ে আসছেন কেট উইন্সলেট
হলিউডের কালজয়ী চলচ্চিত্র 'টাইটানিক' মুক্তি পাওয়ার ২৬ বছর পর আবারও পরিচালক জেমস ক্যামেরনের সঙ্গে কাজ করেছেন কেট উইন্সলেট। তাও আবার বহুল প্রতীক্ষিত 'অ্যাভাটার' এর সিক্যুয়েলে। সম্প্রতি 'অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার' চলচ্চিত্রে নৌ যোদ্ধা হিসেবে অভিনেত্রীর ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। আর তাতেই হইচই পড়ে গেছে চলচ্চিত্র দুনিয়ায়।
২০০৯ সালে 'অ্যাভাটার' মুক্তি পাওয়ার পর ছবিটি বিরাট ব্যবসায়িক সাফল্য লাভ করে। ফলে জেমস ক্যামেরনকে এর সিক্যুয়েল নির্মাণের কথা ভাবতে হয়। এরপর কেটে গেছে এক যুগ! তবে ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে, কারণ চলতি বছরই মুক্তি পাবে 'অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার'। ছবিতে অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেটের চরিত্রটির নাম 'রোনাল'।
অ্যাভাটারের সিক্যুয়েলের মাধ্যমেই প্রথমবারের মতো এলিয়েনদের নীল গায়ের রঙে দেখা যাবে 'টাইটানিক' তারকাকে। আগামী ১৬ ডিসেম্বর ছবিটি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সিনেমায় 'রোনাল' চরিত্রে কেট উইন্সলেটের ফার্স্ট লুক বিশেষভাবে প্রকাশিত হয়েছে এম্পায়ার ম্যাগাজিনের 'বিশেষ অ্যাভাটার সংস্করণ' এর প্রচ্ছদে। তীক্ষ্ম শ্বাদন্ত ও বড় বড় চোখ নিয়ে হাজির হয়েছেন তিনি, রাগে চিৎকার করছেন কারো দিকে। তবে অ্যাভাটার এর নিতিরি (জো সালদানা অভিনীত) এর চেয়ে তার চেহারায় কিছুটা পার্থক্য রয়েছে। নিতিরি যেমন চুলে বেণী করে রাখতো, তেমনটা না করে বরং চুল হালকাভাবে পিঠের ওপর ছেড়ে রাখতে দেখা গেছে 'রোনাল' এর ক্ষেত্রে।
জানা গেছে, ক্লিফ কার্টিসের টনোওয়ারির সাথে রোনাল চরিত্রটিও ছবিতে মেটকায়িনা সম্প্রদায়ের নেতৃত্ব দিবে। টনোওয়ারি প্যান্ডোরার বিশাল সমুদ্রে বাস করে এবং ছবিতে তার একটি বড় ভূমিকা রয়েছে। নিজের চরিত্রটি নিয়ে বলতে গিয়ে এম্পায়ার ম্যাগাজিনকে কেট বলেন, "ছবিতে রোনাল একজন অত্যন্ত বিশ্বস্ত ও নির্ভীক নেতা। সে খুব শক্তসমর্থ এবং একজন যোদ্ধা। এমনকি বড় বিপদের মুখে, অনাগত সন্তানকে নিয়েও সে তার নিজ সম্প্রদায়ের মানুষের কাধে কাধ মিলিয়ে লড়াই করে। তার পরিবার ও তার নিজ ভূমিই তার কাছে সবচেয়ে আপন।"
কেট জানান, রোনাল চরিত্রটিতে অভিনয়ের জন্য তাকে পানির নিচে শ্যুটিং করতে হয়েছে। সর্বোচ্চ ৭ মিনিট ১৪ সেকেন্ড তিনি পানির নিচে ছিলেন। অভিনেত্রীর ভাষ্যে, "একজন মধ্যবয়স্ক নারী হিসেবে এই সুপারহিউম্যানের মতো একটি ভূমিকায় কাজ করা দারুণ অভিজ্ঞতা ছিল।"
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার চলচ্চিত্র 'অ্যাভাটার' এর এই সিক্যুয়েলে জেক সুলি (স্যাম ওর্দিংটন), নিতিরি (জো সালদানা), কর্নেল মাইলস কোয়াট্রিচ (স্টিফেন ল্যাং) এবং ডা. গ্রেস অগাস্টিন (সিগোরনি ওয়েভার) পর্দায় কামব্যাক করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
সূত্র: ভ্যারাইটি