অ্যাভাটার ‘৬ ও ৭’ নিয়ে পরিকল্পনা করে ফেলেছেন জেমস ক্যামেরন
সিনেমা হলে এখনো "অ্যাভাটার ৩" মুক্তি পায়নি অথচ জেমস ক্যামেরন জানালেন, তিনি এখনই এই সিনেমার ষষ্ঠ এবং সপ্তম অংশের জন্য পরিকল্পনা করে ফেলেছেন।
রবিবার লস এঞ্জেলেসে অনুষ্ঠিত ৫১তম বার্ষিক স্যাটার্ন অ্যাওয়ার্ডসে পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যামেরন এই সিনেমার পরবর্তী সিক্যুয়েলগুলো নিয়ে তাঁর ভাবনা এবং সংশ্লিষ্টতার কথা জানান।
তিনি বলেন, "আমাদের অ্যাভাটার ৫ পর্যন্ত গল্প লেখা হয়ে গেছে এবং আমার কাছে ছয় ও সাতের পরিকল্পনা আছে। যদিও সেই সময়ে এই দায়িত্ব হয়ত অন্য কারো হাতে তুলে দিতে হবে। বয়সের একটা ব্যাপার আছে। কিন্তু আমরা যেটা করছি সেটা উপভোগ করছি। আমাদের অসাধারণ মানুষদের সাথে কাজ করার সুযোগ হয়েছে।"
অনুষ্ঠানে ক্যামেরন সেরা পরিচালক সহ ৪ টি পুরস্কার জিতেছেন। তিনি জানিয়েছেন, অ্যাভাটারকে তিনি "স্টার ওয়ার্স" এবং "স্টার ট্রেক" সিনেমার মত ফ্রেঞ্চাইজি বানাতে চান।
এই ব্যাপারে ক্যামেরন বলেন, "ছোট বেলা থেকেই আমি "স্টার ওয়ার্স" এবং "স্টার ট্রেক" ফ্রেঞ্চাইজি দেখে অনুপ্রাণিত হয়েছি। অ্যাভাটারের জগৎ এখনো এদের তুলনায় অনেক ছোট। আমাদের মাত্র দুটো সিনেমা বের হয়েছে। তিন নম্বরটি সামনে মুক্তি পাবে। সময়ের সাথে সাথে বড় সাংস্কৃতিক প্রভাব বিস্তার করার জন্য আমাদের আগ্রহ এবং পরিশ্রম দুটোই দিতে হবে।"
২০২৫ সালেই সিনেমা হলগুলোতে অ্যাভাটার ৩ মুক্তি পাওয়ার কথা। এছাড়া ২০২৯ সালে অ্যাভাটার ৪ এবং ২০৩১ সালে অ্যাভাটার ৫ মুক্তি পাওয়ার কথা।
ক্যামেরন যোগ করেন, "মানুষ আমাদেরকে সবসময় জিজ্ঞাসা করছে, 'আপনি কেন একই জিনিস নিয়ে কাজ করছেন?' কারণ আপনি যখন মানুষের সাথে নিজেকে যুক্ত করতে পারবেন, আপনি কেন তা বন্ধ করতে চাইবেন? কেন আপনি এমন জিনিস নিয়ে কাজ করা শুরু করবেন যেটা হয়ত মানুষের সাথে আপনাকে যুক্ত করতে পারবে না?"
অ্যাভাটারের প্রযোজক জন ল্যান্ডাউ (৬৩) পিপল ম্যাগাজিনকে বলেছেন, "আমাদের আরো গল্প বলা বাকি আছে। এমন নয় যে আমরা গল্প বানানোর চেষ্টা করছি। তাঁর (ক্যামেরন) কাছে গল্প আছে এবং আমরা চারটি সিক্যুয়েলে গল্পগুলো সাজানোর জন্য কিছু সময় নিয়েছি।"
২০০৯ সালে প্রথম অ্যাভাটার সিনেমাটি মুক্তি পায়। তারপর ২০২২ সালে মুক্তি পায় অ্যাভাটার সিরিজের দ্বিতীয় সিনেমা "অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার।" মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে ২.৩ বিলিয়ন মার্কিন ডলার আয় করে।
পরবর্তীতে সিনেমাগুলো নিয়ে ক্যামেরন এবং ল্যান্ডাউ কিছু জানাননি।
কিন্তু গত বছর দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যামেরন জানিয়েছিলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এমন জায়গা নিয়ে কাজ করতে হবে যেগুলো নিয়ে মানুষ ভবিষ্যদ্বাণী করতে পারেনি (দ্য ওয়ে অব ওয়াটার নিয়ে বলেছিলেন ক্যামেরন) এবং আমরা তৃতীয় সিনেমার ক্ষেত্রেও এটি করতে যাচ্ছি।"
অনুবাদক: তাসবিবুল গনি নিলয়