আর্থিক সংকটের সময়েও নেই বীমা সহায়তা, 'কঠিন শিক্ষা' পাচ্ছেন অ্যাম্বার হার্ড!
প্রাক্তন স্বামী জনি ডেপের কাছে মামলায় হেরে যাওয়ার পর থেকে বেশ আর্থিক সংকটে রয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। কিছুদিন আগেই এসেছে তার বাড়ি বিক্রি করে দেওয়ার খবর। এবার জানা গেল, বীমা প্রতিষ্ঠান থেকেও বড় রকম ধাক্কা খেয়েছেন 'অ্যাকুয়াম্যান' অভিনেত্রী।
'নিউজউইক'কে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি এই প্রসঙ্গে কথা বলেন অ্যাটর্নি অ্যান্ড্রু লিব। তিনি অ্যাম্বার হার্ডের আর্থিক দুরবস্থার দিকে ইঙ্গিত করে বলেন, বীমার নীতি সম্পর্কে মানুষের অনেক কিছু শেখার আছে যা চরম আর্থিক সংকটে না পড়া পর্যন্ত মানুষ অনুধাবন করে না।
তিনি বলেন, "মানুষ ভেবে নেয় বীমা প্রতিষ্ঠান তাদের সব রকম সমস্যার দায়ভার নেবে; কারণ তারা বীমার টাকা প্রদানের সময় শুধু প্রচ্ছদটাই এক নজর দেখে, আসল বীমা নীতিগুলো ভালোভাবে পড়ে দেখে না।"
অ্যান্ড্রু লিব আরো যোগ করেন, "বীমা নীতিগুলো এমনভাবে লেখা থাকে যাতে প্রথম দেখায় মনে হয় সবকিছুতেই বীমা সহায়তা দেওয়া হবে। কিন্তু যখন বিশদভাবে পড়ে দেখা হয় যে কোন কোন বিষয় বীমার আওতাধীন নয় বা কোনগুলোতে বীমা সহায়তা দেওয়া হবে, তখনই আসল সত্যিটা ধরা পড়ে। আর এই শিক্ষাটাই এখন অ্যাম্বার হার্ড পাচ্ছেন, খুব নির্মমভাবে। আপনার বীমা করা আছে মানেই এই নয় যে আপনি যে কাউকে ইচ্ছাকৃতভাবে আঘাত করতে পারবেন!"
সূত্র: জিও টিভি