'ডেপ ও কামিলে ভাসকেসের মধ্যে শুধুই মক্কেল-আইনজীবির সম্পর্ক', অভিনেতার বন্ধুর দাবি
জনি ডেপ-অ্যাম্বার হার্ড মামলার কারণে রাতারাতি ইন্টারনেট সেনসেশনে পরিণত হন ডেপের পক্ষের আইনজীবি কামিলে ভাসকেস। নিজের তীক্ষ্ম বুদ্ধি ও ধারালো প্রশ্ন দিয়ে আদালত কক্ষে অ্যাম্বার হার্ডকে বারবার পরাজিত করেছেন তিনি। আর মামলায় জিতে শেষ হাসিও হেসেছেন ডেপের আইনজীবিরাই।
তবে 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' তারকার সাথে আলাদাভাবেই নাম জড়িয়েছিল কামিলে ভাসকেসে। গুজব উঠেছিল, ভাসকেসের সঙ্গে প্রেম করছেন ডেপ! যদিও সিবিএস'কে দেওয়া সাক্ষাৎকারে সেই গুজব উড়িয়ে দিয়েছেন ভাসকেস। এবার ডেপের এক বন্ধুও দাবি করলেন, ডেপ-ভাসকেসের মধ্যে শুধুই আইনজীবি-মক্কেল এর সম্পর্ক ছিল। তাদের সম্পর্ক কখনো সীমা অতিক্রম করেনি।
ডেপের ওই বন্ধু নিউইয়র্ক টাইমসকে বলেন, "কামিলে ভাসকেস এই মামলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, সে দারুণ কাজ করেছে। কিন্তু ডেপ আর কামিলে কখনো ঘনিষ্ঠ বন্ধু ছিল না। তাদের মধ্যে শুধুই আইনজীবি-মক্কেলের সম্পর্ক।"
মামলা চলাকালীন ডেপ একদিন ভাসকেসকে আলিঙ্গন করেন, আর তা্তেই গুজব ওঠে তাদের প্রেমের।
ডেপের বন্ধুর ভাষ্যে, "জনি তখন নিজের জীবন নিয়ে লড়ছিল। আর কামিলেকে নিয়োগ দেওয়া হয়েছিল যেন সে ডেপের জন্য বিজয় ছিনিয়ে আনতে পারে।"
এদিকে ডেপের সঙ্গে প্রেমের গুজবে নিজের নাম জড়ানোটা মোটেই ভালো লাগেনি কামিলে ভাসকেসের। সিবিএস মর্নিংকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ব্যাপারটা খুবই হতাশাজনক। ডেপের সঙ্গে তার হৃদ্যতার প্রশ্ন উঠতে ভাসকেস জানান, তিনি সবার প্রতিই বেশ সহমর্মী। আর এটা খুব স্বাভাবিক যে তিনি তার মক্কেলকে সুরক্ষা দিবেন, তার প্রতি যত্নবান হবেন।
সূত্র: মার্কা