এবারও ঢাকায় পারফর্ম করার অনুমতি পেলেন না নোরা ফাতেহি
গ্লোবাল অ্যাচিভারস উইমেন আন্ট্রাপ্রেনারশিপ অ্যাওয়ার্ড শোতে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল বলিউড তারকা নোরা ফাতেহির। কিন্তু এবারও মিললো না অনুমতি।
বিশ্বব্যাপী ডলার সংকটকে এই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করে আজ (১৭ অক্টোবর) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় একটি নোটিশ জারি করেছে।
ডলারের মূল্যবৃদ্ধির কারণে অনুষ্ঠানের জন্য বিদেশি শিল্পীদের বাংলাদেশে আনতে নিরুৎসাহিত করছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উইমেন লিডারশিপ কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহিকে অংশগ্রহণের অনুমতি প্রদান করা যাচ্ছে না।
এর আগে ডিসেম্বরেও একই কারণে একটি ব্যক্তিগত পুরস্কার অনুষ্ঠানে তার সফর বাতিল করা হয়েছিল।