শুক্রবারের আগে গাজায় জিম্মিদের মুক্তি হচ্ছে না: ইসরায়েল
ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে হওয়া অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির আওতায় আগামীকাল শুক্রবারের (২৪ নভেম্বর) আগে গাজায় জিম্মিদের কেউই মুক্তি পাচ্ছে না। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এ তথ্য জানিয়েছে।
জিম্মিদের স্বজনরা আশা করেছিলেন, আজ বৃহস্পতিবার অন্তত কয়েকজনকে মুক্তি দেওয়া হবে। কিন্তু ইসরায়েলি কর্মকর্তার এ ঘোষণায় তাদের সে আশায় গুড়েবালি।
গতকাল বুধবার চারদিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। এই সময়ে গাজায় মানবিক সহায়তা এবং ইসরায়েলের কারাগারে বন্দি অন্তত দেড়শ জন ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে গাজায় জিম্মি ৫০ জনকে মুক্তি দেবে হামাস।
তবে এ যুদ্ধবিরতি ঠিক কখন থেকে কার্যকর হবে এবং গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা কর হয়নি। মিসরের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, মধ্যস্থতাকারীরা বৃহস্পতিবার (আজ) সকাল ১০টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর করতে চেয়েছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি বলেছেন, 'আমাদের জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা এগিয়ে যাচ্ছে।'
বিবৃতিতে বলা হয়, 'উভয়পক্ষের মধ্যে মূল চুক্তি অনুযায়ী জিম্মিদের মুক্তি দেওয়া শুরু হবে। এটি শুক্রবারের আগে হচ্ছে না।'
ইসরায়েলের সম্প্রচারমাধ্যম কান নাম প্রকাশ না করে ইসরায়েলি এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, হামাস এবং মধ্যস্থতাকারী কাতার চুক্তিতে স্বাক্ষর না করার কারণে ২৪ ঘণ্টা বিলম্ব হয়েছে। তিনি বলেছেন, তারা আশাবাদী যে স্বাক্ষর হলে চুক্তিটি কার্যকর হবে।
কান ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, 'আগামীকাল জিম্মিদের মুক্তি দেওয়া হবে এটি গণমাধ্যম ছাড়া কেউই বলেনি…আমাদের এটি স্পষ্ট করতে হবে যে, শুক্রবারের আগে জিম্মিদের মুক্তির কোনো পরিকল্পনা নেই।'