ক্যানসারের টিকা তৈরির দ্বারপ্রান্তে রাশিয়া: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ক্যানসারের টিকা তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন রুশ বিজ্ঞানীরা। শিগগিরই এই টিকা রোগীদের কাছে পৌঁছে যেতে পারে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ দাবি করেন পুতিন।
রুশ প্রেসিডেন্ট বলেন, 'আমরা একটি নতুন প্রজন্মের ক্যানসার টিকা এবং ইমিউনোমোডুলেটরি ওষুধ তৈরির খুব কাছাকাছি চলে এসেছি।
'আমি আশা করছি শিগগিরই সেগুলো কার্যকরভাবে আলাদা থেরাপির পদ্ধতি হিসাবে ব্যবহার করা হবে।'
তবে রাশিয়ায় ঠিক কোন ধরনের ক্যানসারের টিকা তৈরির কাজ চলছে এবং সেগুলোর ব্যবহার কীভাবে হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি পুতিন।
বেশ কয়েকটি দেশ ও ওষুধ উৎপাদনকারী কোম্পানি ক্যানসারের টিকার তৈরি নিয়ে কাজ করছে। গত বছর যুক্তরাজ্য সরকার জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান বায়োএনটেকের সাথে এ রোগের টিকা আবিষ্কারের জন্য একটি চুক্তি করেছে। ওই চুক্তির আওতায় তারা 'ব্যক্তিবিশেষে ক্যানসারের চিকিৎসায়' টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবে। ২০৩০ সালের মধ্যে ১০ হাজার রোগীর ট্রায়াল করার লক্ষ্য রয়েছে তাদের।
ওষুধ কোম্পানি মডার্না আর মার্ক অ্যান্ড কোং পরীক্ষামূলকভাবে ক্যানসারের টিকা তৈরির কাজ করছে। ওই টিকা সবচেয়ে ঘাতক ত্বকের ক্যানসার মেলানোমায় মৃত্যু ও এর ফিরে আসার হার অর্ধেকে নামিয়ে আনার সম্ভাবনাসম্পন্ন বলে উঠে এসেছে এক গবেষণায়।