রেকর্ড ৬২.৩ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে ব্রাজিলের রিও ডি জেনিরো!
ব্রাজিলের রিও ডি জেনিরোতে ৬২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির আবহাওয়া কর্তৃপক্ষের তথ্যমতে, গত এক দশকের মধ্যে যা সর্বোচ্চ।
হিট ইনডেক্স মূলত আর্দ্রতা বিবেচনা করে তাপমাত্রা কেমন অনুভূত হয় তা পরিমাপ করে। সেই অনুযায়ী গত সোমবার শহরের প্রকৃত সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে গত রবিবার সকাল ৯ টা ৫৫ মিনিটে পশ্চিম রিওতে ৬২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এলার্টা রিও ২০১৪ সালে এই ধরনের রেকর্ড রাখা শুরু করার পর থেকে এটিই ছিল সর্বোচ্চ তাপমাত্রা।
এমতাবস্থায় তীব্র তাপদাহে ইপানেমা ও কোপাচাবানা সমুদ্র সৈকতে লোকে লোকারণ্য অবস্থা তৈরি হয়েছে। তাপদাহ মোকাবিলায় কর্তৃপক্ষ নানা পরামর্শ প্রদান করেছে।
৪৯ বছর বয়সী প্রশাসনিক সহকারী রাকেল কোরিয়া মধ্য রিওর একটি পার্কে শঙ্কা প্রকাশ করে বলেন, "আমি খুব ভয় পাচ্ছি এই ভেবে যে, পরিস্থিতি আরও খারাপ হবে। কারণ জনসংখ্যা বেশ বাড়ছে এবং আবাসন বৃদ্ধির কারণে বন খুব বেশ করে উজাড় হচ্ছে।"
এর আগে গত নভেম্বর মাসে দেশটিতে ৫৯.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এদিকে চরম বৃষ্টিপাতে দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষের মতে, আগামী সপ্তাহে তা অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
দেশটির আবহাওয়া তথ্য সংস্থা মেটসুল সতর্ক করে বলেছে যে, "তীব্র বৃষ্টি ও ঝড়ের কারণে ব্রাজিলের মধ্য-দক্ষিণে সপ্তাহটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। সবচেয়ে উদ্বেগজনক অবস্থা হিসেবে ঠাণ্ডার সাথে সাথে মুষলধারে বৃষ্টি ও ঝড় দেখা যেতে পারে।"
অনুবাদ: মোঃ রাফিজ খান