গাজাকে ধ্বংস করে ইসরায়েল ‘বিরাট ভুল’ করেছে: ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় হামলা চালিয়ে 'বিরাট ভুল' করেছে ইসরায়েল। তিনি ইসরায়েলের তীব্র সমালোচনা করে বলেন, গত বছর হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকে গাজায় ইসরায়েলের চলমান হামলার কারণে অনেকেই দেশটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
রবিবার (২৪ মার্চ) ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়মকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইসরায়েলি সরকারের গাজায় চালানো বোমা হামলার প্রচারণা এবং চলমান স্থল আক্রমণের ফলে সৃষ্ট ব্যাপক ধ্বংসযজ্ঞের সমালোচনা করেছিলেন।
ট্রাম্প বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বিদেশে ইহুদি বিদ্বেষ বেড়েছে কারণ ইসরায়েল হামাসের হামলার পালটা জবাব দিয়েছে।
তিনি বলেন, "আমি মনে করি ইসরায়েল একটি বিরাট ভুল করেছে। আমি ফোন দিয়ে বলতে চেয়েছিলাম এটা করো না। গাজার বিভিন্ন বিল্ডিংয়ে বোমা হামলার যে দৃশ্য প্রচারিত হচ্ছে সেগুলো ভয়ানক। বিশ্বের কাছে এগুলো ভয়ানক চিত্র। প্রতি রাতে সমগ্র বিশ্ব এগুলো দেখছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় অথবা যারাই এই ছবিগুলো সরবরাহ করুক না কেন, এগুলো খুব বাজে ছবি।"
ট্রাম্প ইসরায়েলের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করলেও জানিয়েছেন, ভারী সামরিক অভিযানের ছবিগুলো ইসরায়েল-বিরোধী এবং ইহুদি-বিরোধী মনোভাব তৈরি করছে।
পরে তিনি দেশটির নেতৃত্বের প্রতি চলমান সংঘাতে জনসাধারণের ভাবমূর্তি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন
ট্রাম্প বলেন, "প্রচারণা ও জনসংযোগের ব্যাপারে ইসরায়েলকে আরো ভালো করতে হবে কারণ তারা এখন ধ্বংসের মুখে রয়েছে। আমি মনে করি, জনসংযোগের ক্ষেত্রে তাদের অবস্থান ভালো না।"
গাজায় বেসামরিক হতাহতের ঘটনা এবং মানবিক সংকট নিয়ে ডেমোক্র্যাটরা ইসরায়েলি সরকারের ওপর চাপ বাড়াচ্ছে, যা এই সমালোচনায় উঠে এসেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর থেকে চলমান সংঘাতে গাজায় ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
ট্রাম্প এবং প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের প্রতি তাদের সমর্থন জানালেও ডেমোক্র্যাটরা সাম্প্রতিক সপ্তাহে দেশটির সমালোচনা করার ক্ষেত্রে আরও আক্রমণাত্মক হয়েছে। সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার এই মাসের শুরুতে ইসরায়েলে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু এর সমালোচনা করেছিলেন ট্রাম্প।
বাইডেন বলেছিলেন, ইসরায়েলি সামরিক আক্রমণ 'অনেক দূরে চলে গেছে'। তিনি যুক্তি দিয়ে বলেছিলেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্ব 'ইসরায়েলকে সাহায্য করার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে।'
ট্রাম্প একইভাবে মন্তব্য করে দাবি করেছেন, বাইডেন নেতানিয়াহুকে 'ত্যাগ করেছেন'।
ট্রাম্প অধিকাংশ সময় ইসরায়েল-হামাস যুদ্ধের বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থেকেছেন। তিনি ইসরায়েলকে সমর্থন জানালেও অতীতে সুনির্দিষ্ট বিষয়ে মিশ্র বার্তা প্রেরণ করেছেন।
নভেম্বরে তিনি বলেছিলেন, সংঘাতের সমাধান নিজ থেকেই হবে। কিন্তু এ মাসের শুরুতে তিনি ইসরায়েল সরকারকে গাজায় হামলা চালিয়ে যেতে বলেছিলেন।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়