আততায়ীর পরিচয় শনাক্ত, তার উদ্দেশ্যের বিষয়ে নিশ্চিত না: এফবিআই
নির্বাচনি প্রচারসভায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়েছে। পেনসিলভানিয়ার বাটলার-এ স্থানীয় সময় গতকাল (শনিবার) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এক্ষেত্রে এফবিআই ট্রাম্পকে হত্যাচেষ্টায় যুক্ত আততায়ীর পরিচয় শনাক্ত করেছে। পেনসিলভানিয়ার বেথেল পার্কের অধিবাসী ২০ বছর বয়সি থমাস ম্যথিউ ক্রুকস নামের এক ব্যক্তিই গুলি চালিয়েছিলেন। তবে তার উদ্দেশ্যের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এপি নিউজ এজেন্সির ভোটার রেকর্ডের তথ্যমতে, ম্যাথিউ ক্রুকস ট্রাম্পের দলেরই একজন সমর্থক। অর্থাৎ, তিনি একজন রিপাবলিকান ছিলেন। ২০২১ সালের ২০ জানুয়ারি বাইডেন যখন প্রেসিডেন্ট হন তখন এই ব্যক্তি প্রগ্রেসিভ পলিটিক্যাল অ্যাকশন কমিটিতে ১৫ ডলার অনুদান দিয়েছিলেন।
এর আগে এফবিআইয়ের পিটার্সবার্গ ফিল্ড অফিসে দায়িত্বে থাকা স্পেশাল এজেন্ট কেভিন রজেক গতকাল (শনিবার) রাতে সংবাদ সম্মেলনে জানান, আততায়ীর সম্পর্কে প্রথমদিকে কোনো তথ্যই ছিল না। যা তদন্ত প্রক্রিয়াকে দীর্ঘায়িত করেছিল।
রজেক জানান, তারা আততায়ীর বায়োমেট্রিক পরীক্ষা করছেন। একইসাথে ছবিগুলোও মেলানোর চেষ্টা করছেন।
যদিও হত্যাচেষ্টার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি এফবিআই। তবে এখন আর অন্য কোনো হুমকি নেই বলে মনে করে কর্তৃপক্ষ।
হামলায় আততায়ী কী ধরনের অস্ত্র ব্যবহার করেছেন এমন প্রশ্নের জবাবে পেনিসিলভানিয়া স্টেট পুলিশের লেফটেন্যান্ট কর্নেল জর্জ বিভেন বলে, "কর্তৃপক্ষ ভালো করেই জানে যে কোন ধরনের অস্ত্র এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তবে এখনো এটি তদন্তের অংশ।"
এদিকে এ ঘটনায় অন্তত একজন বন্দুকধারী ও প্রচারসভায় উপস্থিত একজন ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। এছাড়া আরও দুজন গুরুতর আহত হয়েছেন। গুলিতে আহত হয়েছেন ট্রাম্প, তবে তা গুরুতর নয়।
সিক্রেট সার্ভিস বলেছে, সাবেক প্রেসিডেন্ট নিরাপদে আছেন, গুলি করার সঙ্গে সঙ্গে তাকে মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হয়েছে। একজন মুখপাত্রও নিশ্চিত করেছেন, ট্রাম্প 'ঠিক আছেন'।
এদিকে ট্রুথ পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, "মনে হলো, একটি গুলি আমার ডান কানের ওপরের অংশে বিদ্ধ হলো।"
"আমি টের পেলাম কিছু একটা খারাপ হচ্ছে; শোঁ শোঁ শব্দ, গুলির আওয়াজ শুনতে পেলাম এবং সাথে সাথে বুঝলাম বুলেটটি আমার ডান কানের চামড়া ছিঁড়ে বের হয়ে যাচ্ছে।"
"অনেক রক্তক্ষরণ হয়েছে, তাই আমি বুঝতে পারছিলাম কী ঘটছে," জানান ট্রাম্প।
অনুবাদ: মোঃ রাফিজ খান