অস্ট্রেলিয়ার ঠিকানায় পাঠানো চিঠি ১০,০০০ মাইল পাড়ি দিয়ে ভুল করে পৌঁছাল ওয়েলসে
অস্ট্রেলিয়ার ঠিকানায় পাঠানো একটি চিঠি ভুল করে ১০,৫০০ মাইল দূরে ওয়েলসের পেনার্থের স্থানীয় বাসিন্দা কিথ জর্জিয়ুর কাছে পৌঁছেছে। এ ঘটনায় বেশ হতবাক হয়েছেন তিনি।
ভেল অব গ্ল্যামরগানের পেনার্থ এলাকার কিথ জর্জিয়ু চিঠিটি হাতে পেয়ে বুঝতে পারেন, এটি আসলে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের পেনরিথ এলাকার কোনো ঠিকানায় পৌঁছানোর কথা ছিল। তবে চিঠির ঠিকানায় অস্ট্রেলিয়ার রাজ্যের নাম সংক্ষেপে "এনএসডাব্লিউ" লেখা থাকায় এবং কেবল "পেনার্থ" শব্দটি মিলে যাওয়ায় এমন ভুল হয়েছে।
রয়্যাল মেইল জানিয়েছে, এমন ভুল খুবই বিরল হলেও তা কখনো কখনো ঘটতে পারে।
৬০ বছর বয়সী কিথ জর্জিয়ু বলেন, "চিঠিটি অস্ট্রেলিয়ার পরিবর্তে পেনার্থে আসা একটি মজার ব্যাপার, তাই না?"
চিঠিটি তিনি গত সপ্তাহের শেষে পান এবং খাম দেখে বুঝতে পারেন, এটি ইংল্যান্ডের এক্সেটার এলাকা থেকে পোস্ট করা হয়েছে।
জর্জিয়ু বলেন, "এটি স্পষ্টতই একাধিক ছাঁটাই অফিস পেরিয়েছে, কিন্তু কেউই এটি ধরতে পারেনি। এতে এয়ারমেইল স্টিকারসহ সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু শেষমেশ এটি দক্ষিণ ওয়েলসে এসে পৌঁছেছে। এটি এমনকি [ইংল্যান্ডের] কামব্রিয়ার পেনরিথেও যায়নি।"
মজার বিষয় হলো, জর্জিয়ু এর আগেও এমন চিঠি পেয়েছেন যেটি অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা ছিল। তবে তিনি মনে করেন, এবারের ঘটনাটি রয়্যাল মেইলের সাম্প্রতিক ১০.৫ মিলিয়ন পাউন্ডের জরিমানা এবং নতুন অধিগ্রহণের আলোচনার প্রেক্ষাপটে আরও তাৎপর্যপূর্ণ।
তিনি বলেন, "এমনকি বাড়িতে চিঠি পৌঁছে দেওয়া পোস্টম্যানেরও ভাবা উচিত ছিল, এটি সম্পূর্ণ ভিন্ন ঠিকানা। এটি এতদূর আসাটা দুঃখজনক।"
রয়্যাল মেইল এক বিবৃতিতে জানিয়েছে, "ডিসেম্বর মাসে আমরা প্রতিদিন ৩৫ মিলিয়ন চিঠি ডেলিভারি করি এবং মাঝে মাঝে ভুল হয়।"
বিবৃতিতে আরও বলা হয়, "এই ঘটনায় পেনরিথের ঠিকানায় পাঠানোর কথা থাকা একটি চিঠি ভুল করে পেনার্থে চলে এসেছে। সাধারণত, মেইল ছাঁটাই মেশিনের ভুলগুলো আমাদের টিম ধরে ফেলে। তবে কখনও তা সময়মতো ধরা পড়ে না।"