ভাড়া সহনীয় পর্যায়ে রাখতে বিমান সংস্থাগুলোকে মন্ত্রণালয়ের নির্দেশ
বছরের যে সময় যাত্রীদের যাতায়াত বৃদ্ধি পায় সে সময় বিমান সংস্থাগুলোকে অকারণ ভাড়া না বাড়ানোর নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
সম্প্রতি বিমান সংস্থাগুলো ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ (বেবিচক) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়।
গত ১২ ডিসেম্বর উপসচিব রোকসিন্দা ফারহানা স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, 'বাংলাদেশে বিমান ভাড়া বৃদ্ধির বিষয়ে প্রায়শই জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। বিশেষ করে বছরে যে সময়ে যাত্রীদের গমনাগমন বৃদ্ধি পায় সে সময়ে বিমান ভাড়া বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যায়।'
আরও বলা হয়, 'বছরের বিশেষ সময়ে (যাত্রীদের গমনাগমন বৃদ্ধির সময়ে) যাতে বিমান সংস্থাগুলো অকারণে ভাড়া বৃদ্ধি না করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।'