অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প– ফিলিস্তিনির পশ্চিম তীরে উগ্র ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাতিল করেছেন। সদ্য বিদায় নেওয়া বাইডেন প্রশাসন ফিলিস্তিনিদের ওপর সহিংসতার জন্য বসতি স্থাপনকারী ব্যক্তি ও গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দিয়েছিল। গতকাল সোমবার ক্ষমতা গ্রহণ করেছেন ট্রাম্প, তার একদিন না যেতেই এল এই সিদ্ধান্ত।
হোয়াইট হাউসের নতুন প্রশাসনের ওয়েবসাইটে ট্রাম্পের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি জারি করা ১৪১৫ নং নির্বাহী আদেশ বাতিল করেছেন ট্রাম্প। যা পশ্চিমতীরে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ব্যাহত করার জন্য অভিযুক্তদের ওপর আরোপ করা হয়েছিল।
সদ্য বিদায় নেওয়া বাইডেনের প্রশাসন ইসরায়েলকে উদারহস্তে সামরিক সহায়তা দিলেও— সমালোচনার মুখে ইহুদি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নিয়েছিল। যা ইসরায়েলের অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর দেওয়া হয়। এর ফলে যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পদ অবরুদ্ধ করা হয়, একইসঙ্গে মার্কিন নাগরিকদের এসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে লেনদেনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।
যুদ্ধবিরতি চুক্তির পর আলোচনায় রয়েছে গাজা। কিন্তু, পশ্চিমতীরের ফিলিস্তিনিদের বিরুদ্ধেও চলছে ভয়াবহ ভয়াবহ জায়নবাদী আগ্রাসন। যা নিয়ে খুব কমই আলোচনা হচ্ছে। অথচ একের পর এক ফিলিস্তিনি ভূমি গ্রাস করছে দখলদাররা। এসব ঘটনায় ইসরায়েলের পশ্চিমা মিত্র কিছু দেশও উদ্বেগ প্রকাশ করেছে। এমন প্রেক্ষাপটের মধ্যেই বাইডেন আমলের নিষেধাজ্ঞা উঠিয়ে নিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং ইয়েশা সেটেলার কাউন্সিলের চেয়ারম্যান বেনি গানজ গত অক্টোবরে রয়টার্সকে বলেছিলেন, ট্রাম্প জিতলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশা করছেন তিনি।