বাড্ডায় মারধর করে টাকা-ফোন লুটের অভিযোগ
ঢাকার বাড্ডার দক্ষিণ আনন্দ নগর এলাকায় গতকাল সকালে এক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর করে টাকা-মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল (২৫ জুলাই) সকাল ৯টার দিকে দক্ষিণ আনন্দনগর ভূইয়াবাড়ির কাছে নির্মাণাধীন সার্জেন্ট টাওয়ার এর সামনে এ হামলার ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী।
হামলার শিকার মোঃ সানি তালুকদার (২০) এবোড অ্যান্ড ব্রাদার্স ডেভেলপার কোম্পানির সহকারি হিসাবরক্ষক। তার কাছে অফিসের টাকা আছে সন্দেহে হামলা করা হয় বলে মনে করছে কোম্পানি সংশ্লিষ্টরা।
হামলার পর তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
অভিযুক্তরা হলেন, মো. সিরাজুল ইসলাম, মো. গোলাম নবী, আসাদুজ্জামান বাবু, মো. শান্ত ও আক্তার হোসেনক। এছাড়া অজ্ঞাতনামা আরো চার-পাঁচজনকেও অভিযুক্ত করা হয়।
তাদের নামে একাধিক মামলা আছে।
ভুক্তভোগী বলেন, প্রথমে মোঃ সিরাজুল ইসলাম (৫৫) একা তাকে আক্রমণ করেন। মারধর করে এক পর্যায়ে তাকে বাসার গ্যাজের এক কোণায় নেওয়া হয়। পরে আবার আবার মারধর করে গ্যারেজের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। পরবর্তীতে তার সাথে আরো কয়েকজন যোগ দিয়ে মারধর করে।
এ বিষয়ে বাড্ডা থানায় মামলা করেন আহত মোঃ সানি।
এসআই নুর ইসলাম সিকদার টিবিএসকে বলেন, এ ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তাধীন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মোঃ সানি বলেন, সন্ত্রাসীরা তাকে প্রথমে মারধর করে, গলা টিপে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হলে সন্ত্রাসীরা তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা, মোবাইল ও মানি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার সিসি টিভি ফুটেজ থানায় জমা দেওয়া হয়েছে।