২ দিন ছুটিতে শিক্ষার্থীদের ক্ষতি হবে না, তারা এনার্জি নিয়ে লেখাপড়া করতে পারবে: দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন,সপ্তাহে দুইদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না।
তিনি বলেন, 'বরং তারা এনার্জি নিয়ে লেখাপড়া করতে পারবে'। মঙ্গলবার (২৩ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
দীপু মনি জানান, বৈশ্বিক বিদ্যুৎ ও জ্বালানি সংকট চলাকালীন আমরা যেন সাশ্রয়ী হতে পারি, সেজন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 'আমাদের পরিকল্পনা অনুযায়ী সপ্তাহে পাঁচদিন ক্লাস হবে। অন্যান্য খাতের কর্মীদের মতো আমাদের শিক্ষকরাও এখন থেকে সপ্তাহে দুই দিন ছুটি পাবেন'।
'এক্ষেত্রে শিক্ষকরা তাদের ব্যক্তিগত কাজ করার সুযোগ পাবেন। অতিরিক্ত বিশ্রামের সুবিধা পাওয়ায় তারা সপ্তাহের বাকি পাঁচ কর্মদিবসে আরও এনার্জি নিয়ে পাঠদান করতে পারবেন'।
এর আগে সোমবার (২২ আগস্ট) দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান শুক্র ও শনিবার বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার।
এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, এব্যাপারে আজই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর একটি প্রজ্ঞাপন জারি করেছে। বিশ্ববিদ্যালয়গুলিকেও নিজেদের মতো করে ছুটির ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।