‘ফলাফল তো আমাদের হাতে নেই’
মেহেদী হাসান মিরাজের এমন মন্তব্যে প্রশ্ন উঠতেই পারে, 'ফলাফল তাহলে কাদের হাতে?' মাঠে লড়েন ক্রিকেটাররা, তাদের পারফরম্যান্সে নির্ধারণ হয় ম্যাচের ফল। ভালো পারফম্যান্সে জয় আর খারাপে হার। বাংলাদেশের অলরাউন্ডারও সেটা মানেন, তবে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে ফলাফলে দৃষ্টি দিচ্ছেন না তিনি। প্রক্রিয়া অনুসরণ করে ভালো খেলাটাই লক্ষ্য তাদের।
স্বাগতিক নিউজিল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ৭ অক্টোবর শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, ম্যাচটি বাংলাদেশ সময় শনিবার সকাল ৮টায় শুরু হবে। এই সিরিজ খেলতে কদিন আগে নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ। প্রস্তুতি সেরে এবার মাঠের লড়াইয়ের অপেক্ষায় তারা। প্রথম ম্যাচের আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানালেন মিরাজ।
২৪ বছর বয়সী এই অলরাউন্ডার বলেন, 'আমাদের খুব ভালো প্রস্তুতি হয়েছে। আমরা যে তিনদিন অনুশীলন করেছি, খুব ভালো অনুশীলন হয়েছে। বোলাররা বোলিং করেছে, ব্যাটসম্যানরা ব্যাটিং করেছে। দুটি গ্রুপে আমাদের অনুশীলন হয়েছে এবং সুনির্দিষ্ট অনুশীলন করেছি আমরা। যার যতটুকু দরকার, ততটুকুই করেছি। বিশেষ করে, আমি ব্যাটিং করেছি এবং বোলিংও করেছি।'
'পেস বোলাররা স্পট বোলিং করেছে। যার যার যতটুকু দরকার, খুব ভালো প্রস্তুতি হয়েছে। কোচিং স্টাফ যারা আছেন, তারা খুব ভালো সহায়তা করেছেন আমাদের। আমাদের এখানে সহজ ছিল না অনুশীলন সেশন, কারণ এখানে একটু বেশি ঠাণ্ডা। তার পরও সবাই খুব ভালো মানিয়ে নিয়েছে। আমাদের দলের জন্য এটা ইতিবাচক দিক।' যোগ করেন তিনি।
আগের দিন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান জানান, ফল নিয়ে ভাবছেন না তারা। পরের দিন মিরাজও একই সুরে কথা বললেন। বৃহস্পতিবার অধিনায়ক সাকিব আল হাসান যোগ দেওয়ায় দল পরিপূর্ণ হয়ে জানিয়ে তিনি বলেন, 'ফলাফল তো আমাদের হাতে নেই। আমরা পক্রিয়া অনুসরণ করতে পারি এবং ব্যক্তিগতভাবে ভালো ক্রিকেট খেলতে পারি। সাকিব ভাই আজ আমাদের সঙ্গে জয়েন করেছেন, এটা আমাদের জন্য অন্য বড় সুবিধা। কারণ সবশেষ সিরিজে সাকিব ভাই ছিলেন না। এখন আমাদের পরিপূর্ণ দল হয়েছে।'
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটি দলকে উজ্জীবিত করবে বলে মনে করেন মিরাজ। কন্ডিশন ও উইকেট বিবেচনায় এই সিরিজে ভালো করলে বিশ্বকাপেও ভালো করা সম্ভব বলে আশা মিরাজের, 'বিশ্বকাপের আগে এ রকম ত্রিদেশীয় সিরিজ আমাদের দলকে অনেক উজ্জীবিত করবে। পাকিস্তান বিশ্বকাপে ভালো করেছে, এশিয়া কাপেও ভালো ক্রিকেট খেলেছে এবং নিউজিল্যান্ডের মাটিতে খেলব।'
'আশা করি, বড় দুটি দলের সঙ্গে আমাদের আত্মবিশ্বাস ভালো থাকবে, যদি আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে পারি। প্রতিটি ক্রিকেটারের প্রস্তুতি এখানে গুরুত্বপূর্ণ। যার যার জায়গা থেকে পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ। আমরা যদি এখানে ভালো পারফর্ম করতে পারি, বিশ্বকাপে গিয়ে অনেক বেশি ভালো ক্রিকেট খেলতে পারব আশা করি।' বলেন মিরাজ।
মিরাজকে ওপেনার হিসেবে খেলাচ্ছে বাংলাদেশ, আস্থার প্রতিদানও দিচ্ছেন তিনি। টি-টোয়েন্টিতে শেষ তিন ম্যাচে ওপেনার হিসেবে তার রান ৯৬ (৩৮, ১২, ৪৬)। আরও ভালো করার আত্মবিশ্বাসের কথা জানিয়ে মিরাজ বলেন, 'যেহেতু আমি ওপেনিংয়ে একটা সুযোগ পেয়েছি, চেষ্টা করছি ভালো ক্রিকেট খেলার জন্য এবং আমি উপভোগ করছি। সবাই আমাকে সাপোর্ট করছে, এই জিনিসটা ভালো লাগছে। অনুশীলন যখনই করছি, আমাকে সবাই সাপোর্ট করছে এবং আমার ওপর সবাই অনেক বিশ্বাস রাখছে। আমি নিজেও অনেক আত্মবিশ্বাসী। এখন শুধু মাঠে ভালো ক্রিকেট খেলার অপেক্ষায়।'