যুক্তরাষ্ট্রের সংকট আরও ঘণীভূত
করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বের শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের সংকট আরও ঘণীভূত হয়ে উঠেছে। বাগে আনতে পারছে না মারাত্মক করোনাভাইরাসের ধ্বংসলীলাকে। ট্রাম্পের দেশেও একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে ওই মারণ ভাইরাসে।
টেলিগ্রাফে প্রকাশিত তথ্য অনুসারে, আমেরিকার 'জন হপকিন্স বিশ্ববিদ্যালয়' যে তথ্য প্রকাশ করেছে তা খুবই ভয়ঙ্কর। গত ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনের মধ্যে সর্বাধিক মৃত্যু হয়েছে ১৪৮০ জনের।
মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণে এতজন মানুষ এর আগে কখনো মারা যায়নি। এতদিন পর্যন্ত সেখানে করোনার ছোবলে একদিনে ১১৬৯ জন মানুষের মারা যাওয়ার খবর ছিল। এবার এই সংখ্যা ভেঙে দিল আগের সব রেকর্ড। আমেরিকাজুড়ে এখন শুধু মৃতদেহের সারি আর বাতাসে স্বজন হারানোর কান্না।
এনডিটিভি জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের কারণে এখনও পর্যন্ত সব মিলিয়ে অন্তত ৭,৪০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। আর এই রোগে সেদেশে সংক্রামিত তিন লক্ষাধিক মানুষ। মার্কিন সরকার এই ভাইরাস থেকে রেহাই পাওয়ার সব রকম চেষ্টা করলেও কোনওটাই এখনও পর্যন্ত সেভাবে কাজে আসেনি। সেখানে আপাতত করোনা পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। আর এই ঘটনাই চিন্তার ভাঁজ ফেলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কপালে।
মার্কিন প্রেসিডেন্ট ইতোমধ্যেই করোনা সংক্রমণ ঠেকাতে তার দেশের নাগরিকদের বাইরে বেরোনোর সময় বিশেষ মাস্ক পরার পরামর্শ দিয়েছেন।
সারা বিশ্বের পরিসংখ্যান অনুযায়ী সংক্রমণের সংখ্যা অনুসারে এখন পর্যন্ত আমেরিকাতেই করোনাভাইরাস সবচেয়ে বেশি থাবা বসিয়েছে। এর পরেই যে দেশটি রয়েছে তা হলো ইতালি। সেখানে প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষ সংক্রামিত হয়েছেন এই মারণ ভাইরাসে, যদিও করোনাভাইরাসের আক্রমণে মৃত্যুর সংখ্যার বিচারে আমেরিকার থেকে বেশি মারা গেছে ইতালিতে। এ পর্যন্ত দেশটিতে ১৪,৬৮১ জন মারা গেছেন।
গত ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২০৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত মরণঘাতী এ ভাইরাসে ১১ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৫৯ হাজারের বেশি মানুষ।সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লাখ ২৮ হাজারের বেশি মানুষ।
বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে। সবশেষ হিসাবে করোনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৭০ জন। মারা গেছেন ৮ জন। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩০ জন।